প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১০ সেপ্টেম্বর : যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকাতার পাঠ দেওয়া হয় সেই বিশ্ববিদ্যালই সংবাদ মাধ্যমের কাছে মত প্রকাশ নিয়ে জারি করলো ফতোয়া। আর এমন ফতোয়া নিয়ে সরব হয়েছেন, বিশ্ববিদ্যালয়েই শিক্ষকরা।তাঁদের মতে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিতেই এমন ফতোয়া জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ,বিশ্ববিদ্যালয়ের আগাম অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়া বা সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের তরফে জারি করা সেই নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, আধিকারিক এবং সকল সেকশন অফিসারদের পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। যা নিয়ে ইতিমধ্যেই সরব ইতিমধ্যেই সরব হয়েছেন,বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক, আধিকারিক ও কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ভাস্কর গোস্বামী এই প্রসঙ্গে বলেন,’এই নির্দেশিকা অর্ডিনেন্সের পরিপন্থী। আমাদের মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হচ্ছে। এভাবে কোন সত্য ঘটনাকে চেপে রাখা যাবে না“। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা টেলিফোনে জানান, “আমরা কারুর স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি। বিগত দিনে বেশ কিছু তথ্য বেরিয়েছে। যে গুলি ভিত্তিহীন। সেকারণেই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সঠিক তথ্য জানাতে বলা হয়েছে ।’।