জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : অধিকাংশ গ্রামীণ হাসপাতালের ডাক্তারদের ‘রেফার’ রোগ যখন চেপে বসেছে ঠিক তখনই কার্যত ঝুঁকি নিয়ে ‘টুইন’ অর্থাৎ যমজ বাচ্চা প্রসব করালেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাঃ আবুল বাসার । হাসপাতাল পরিবার সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলকোট থানার ক্ষীরগ্রামের বাসিন্দা মাম্পি খাঁড়া(১৯) প্রসব বেদনা নিয়ে এদিন শনিবার(১০ সেপ্টেম্বর ২০২২) মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন । কর্তব্যরত ডাক্তার জানতেন তার যমজ সন্তান হবে। গ্রামীণ হাসপাতালে এই ধরনের রুগীর প্রসবের বিষয়টি যথেষ্ট ঝুঁকিপূর্ণ । তাছাড়া মাতৃগর্ভে বাচ্চার অবস্থানও ঠিক ছিল না । একটু এদিক ওদিক হলেই রুগী অথবা সন্তান যেকোনো একজনের মৃত্যু পর্যন্ত হতে পারে। আবার রুগীকে বর্ধমানে পাঠানোর মত পর্যাপ্ত সময়ও ছিলনা। রুগীর পরিবারের সঙ্গে আলোচনা করে তখনই চরম ঝুঁকি নেন ডাঃ বাসার। নিরাপদে তিনি সন্তান প্রসব করান। তবে বাচ্চা দুটির ওজন কম থাকায় পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য মা এবং বাচ্চা দুটিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় । শেষ খবর পাওয়া পর্যন্ত মা ও সন্তান সুস্থ আছে।
চিকিৎসকের সাহসিকতায় মুগ্ধ রুগীর পরিবারের সদস্য ও স্থানীয় মানুষ। বধুর বাবা তো বলেই ফেললেন,’ডাক্তার বাবুর জন্যই আজ আমরা আমাদের মেয়ে ও তার সন্তানদের ফিরে পেলাম ।’
অন্যদিকে ডাঃ বাসার বললেন’এটা আমাদের কর্তব্য। আমি সেটুকুই করেছি। তবে অস্বীকার করব না রুগী হাসপাতালে ভর্তির সময় পরিস্থিতি জটিল ছিল। তবে পরিবারের সদস্যরা সাহায্য করার জন্য আমার পক্ষে ঝুঁকিটা নেওয়া সম্ভব হয়েছে ।’।