এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১০ সেপ্টেম্বর : আজ শনিবার থেকে রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি সমীক্ষার কাজ শুরু করল যোগী আদিত্যনাথ সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও শিক্ষা দফতর ।আগামী ৫ অক্টোবরের মধ্যে সমীক্ষার কাজ শেষ করে ২৫ অক্টোবর সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । রিপোর্ট দেখার পর হয় মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে নচেৎ নতুন করে অনুমোদন দেওয়া হবে বলে খবর ।
প্রসঙ্গত,উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি রাজ্যের অনুমোদনহীন মাদ্রাসাগুলি সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে । সরকারের দাবি মাদ্রাসাগুলিতে মৌলিক সুবিধাগুলি আছে কিনা তা মূলত খতিয়ে দেখা হচ্ছে । সেই উদ্দেশ্যে মাদ্রাসার নাম, পরিচালনাকারী প্রতিষ্ঠানের নাম, মাদ্রাসাটি বেসরকারি বা ভাড়া ভবনে চলছে কি না, মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা, খাবার,জল , আসবাবপত্র, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা আছে কিনা তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা । পাশাপাশি শৌচাগার,শিক্ষকের সংখ্যা, মাদ্রাসায় পাঠ্যক্রম, মাদ্রাসার আয়ের উৎস এবং মাদ্রাসাটি কোনো বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ।
এদিকে যোগী সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে সমাজবাদী পার্টি,বহুজন সমাজ পার্টি এবং এআইএমআইএম । আসাদুদ্দিন ওয়াইসির অভিযোগ, ‘আধুনিকীকরণের অজুহাতে উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলোকে টার্গেট করা হচ্ছে । আর দেশের বিজেপি শাসিত রাজ্যগুলিতেই মূলত মাদ্রাসাগুলিকে টার্গেট করা হচ্ছে । আমি এর বিরোধিতা করলে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে যে আমি নাকি মাদ্রাসার আধুনিকীকরণের বিপক্ষে ।’।