দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ সেপ্টেম্বর : ‘তৃণমূলের আমলে জালজোচ্চুরি করে টাকা কামানোটাই মূল লক্ষ্য’- শিক্ষক নিয়োগ দূর্নীতি মামলায় এই ভাষাতেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করলেন প্রবীণ সিপিএম নেতা তথা এসএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক বিমান বসু । শনিবার বিকেলে কাটোয়ার নজরুল মুক্তমঞ্চে এসএফআইয়ের পূর্ব বর্ধমান জেলা কমিটির ৩৭ তম সম্মেললের আয়োজন করা হয়েছিল । বিমান বসু ছাড়াও ওই সম্মেলনে যোগ দেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক বিজন ভট্টাচার্য, রাজ্য কমিটির সদস্য শিউলি ঘোষ, সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অচিন্ত্য মল্লিক প্রমুখ ।
দীর্ঘ কিছুদিন ধরে রাজ্য রাজনীতিতে সেভাবে সক্রিয়ভাবে না দেখা গেলেও এদিন পুরনো ছন্দেই দেখা গেল অশীতিপর সিপিএম নেতা বিমান বসুকে । শিক্ষক নিয়োগ কেলেঙ্কারী নিয়ে তিনি এদিন তৃণমূলকে কার্যত তুলোধোনা করে । বিমানবাবু বলেন, ‘এই রাজ্যে প্রাথমিক শিক্ষা, লোয়ার প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয়, থেকে মেডিকেলে ভর্তি নিয়ে যে হারে দূর্নীতি হয় তা আগে কখনো হয়নি । শিক্ষক নিয়োগ নিয়ে যা হচ্ছে তা ভাবা যায় না । যারা টেট পাশ করেছে তাদের নাম বাদ দেওয়া হয়। এখন যারা ফেল করে তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়ে যায় । একজন মন্ত্রীর মেয়ে কম নম্বর পেয়েও চাকরি পেয়ে গিয়েছিল। অথচ যার পাওয়ার কথা সে পায়নি । মন্ত্রীর মেয়েকে বেতনের টাকা পর্যন্ত ফেরত দিতে হল । এমন ঘটনা ইতিপূর্বে ভারতবর্ষের কোথাও ঘটেনি। তৃণমূলের আমলে জালজোচ্চুরি করে টাকা কামানোটাই মূল লক্ষ্য ।’
শিক্ষক নিয়োগ দূর্নীতি কাণ্ডে জেলবন্দি অনুব্রত মণ্ডলের নাম না করে এদিন তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিমান বসু । তিনি বলেন,’এখন একজন জেলে রয়েছেন। তার নাকি মাথায় অক্সিজেন কম যায় । তার নামে ১৭ কোটি টাকা ফিক্সড ডিপোজিট রয়েছে। তিনি জেলে থেকেই এমন করে কথা বলছেন যেন রাজভবনে রয়েছেন । তাকে আবার বীরের সন্মান দিয়ে জেল থেকে নিয়ে আসার কথা বলা হচ্ছে ।’
তিনি বলেন,’তার মেয়েও প্রাইমারিতে চাকরি পেয়েছে। কিভাবে পেয়েছে জানিনা। অথচ একদিনের জন্যও স্কুলে যায় না । ঘরে বসেই বেতন পেয়ে যায় । যে বাবা নিজের বাচ্চা একটা মেয়েটাকে পর্যন্ত অপরাধী তৈরি করছে তার বাবা হওয়ার থেকে না হওয়াই ভালো ।’ বিমানবাবু কটাক্ষ করে বলেন,’মা মাটি সরকারের আমলে বীরভূমে প্রচুর পরিমানে মাটি চুরি হয়েছে ।’ তবে শুধু তৃণমূল কংগ্রেসই নয়,এদিন গেরুয়া শিবিরকেও একহাত নেন বিমানবাবু । ভারতের স্বাধীনতা সংগ্রামে বিজেপি বা আরএসএসের কোনো ভূমিকা ছিল না বলে তিনি এদিন দাবি করেন ।।