এইদিন ওয়েবডেস্ক,টিটাগড়(উত্তর ২৪ পরগনা),১০ সেপ্টেম্বর : উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড়ে ১৯ বছরের এক তরুনীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে গনধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় ৪ যুবকের বিরুদ্ধে । ঘটনার মূল অভিযুক্ত টিটাগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর আরমান মণ্ডলের ভাই জুনাইদ আখতার । বৃহস্পতিবার রাতে ঘটনার পর সে দিল্লি পালিয়ে গিয়েছিল । সেখান থেকে তাকে গ্রেফতার করে এনেছে করেছে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা । দুই অভিযুক্ত সনু আনসারি ও মহম্মদ মহসিনকে গ্রেফতার করা হয় আসানসোল থেকে । শনিবার ধৃতদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয় বলে জানা গেছে ।
জানা গেছে,টিটাগড় পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকায় বাড়ি নির্যাতিতা তরুনীর । বৃহস্পতিবার রাত্রি প্রায় সাতে ন’টা নাগাদ তিনি নিজের বাড়ির সামনে বসেছিলেন । সেই সময় কাউন্সিলের ভাই জুনাইদ আখতারসহ ৪ যুবক মদ্যপ অবস্থায় সেখানে আসে । ওই চারজন মিলে তরুনীর মুখ চেপে ধরে একটা ঝোপের মধ্যে নিয়ে যায় । তারপর তারা তরুনীকে উপর্যুপরি ধর্ষণ করে । বর্তমানে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে চিকিৎসাধীন ওই তরুনী ।
জানা গেছে, ঘটনার প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির কর্মীরা টিটাগড় থানার সামনে বিটি রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । এই ঘৃণ্য ঘটনায় কাউন্সিলরের ভাই জড়িত থাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়া হতে পারে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করে । এদিকে অবরোধ তুলতে গেলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায় । ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে । অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্যাতিতা তরুনীয় পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী,সাংসদ অর্জুন সিং ।।