এইদিন ওয়েবডেস্ক,গাড়োয়া(ঝাড়ঝণ্ড),১০ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডের দুমকায় অঙ্কিতা সিং নামে এক নাবালিকাকে ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনার জের মিটতে না মিটতে ফের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটল । শুক্রবার রাতে ঝাড়খণ্ডের (Jharkhand) গাড়োয়া(Garhwa) জেলার উন্টারি(Untari) থানা এলাকার চিতভিশ্রম (Chitvishram) গ্রামে দীপক সোনি (Deepak Soni) নামে এক ব্যক্তির গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল একই এলাকার বাসিন্দা কসামুদ্দিন আনসারি (Kasamuddin Ansari) নামে এক ব্যক্তির বিরুদ্ধে । এই ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হন দীপক । তাঁকে প্রথমে নগর উন্টারি মহকুমা হাসপাতালে(Nagar Untari Sub-Divisional Hospital) ভর্তি করা হয়েছিল । কিন্তু অবস্থার অবনতি হওয়ায় গাড়োয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় ।
এই বিষয়ে উন্টার থানার ওসি রাজেশ কুমার(Rajesh Kumar) জানান,নিজেদের মধ্যে বচসা ও ধস্তাধস্তির মাঝে দীপক সোনি নামে এক যুবকের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল । ঘটনার তদন্ত চলছে । এদিকে হাসপাতালে চিকিৎসাধীন দীপক সোনি বলেন, ‘শুক্রবার রাতে কয়েকজন খুব ঝগড়াঝাটি করছিল । আমি তাদের বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার চেষ্টা করি । সেই অপরাধে কসামুদ্দিন আনসারি আমার গায়ে পেট্রোল ছিটিয়ে দেশলাই জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় ।’
প্রসঙ্গত,সম্প্রতি দুমকার বাসিন্দা শাহরুখ আনসারি (Shahrukh Ansari) নামে এক দুষ্কৃতী তার প্রতিবেশী কিশোরী অঙ্কিতা সিংয়ের গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারে । অঙ্কিতার অপরাধ ছিল সে শাহরুখের সঙ্গে কথা বলতো না । আর সেই আক্রোশে অঙ্কিতা যখন ঘরে ঘুমচ্ছিল সেই সময় জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় শাহরুখ । কিশোরীকে গুরুতর দগ্ধ অবস্থায় প্রথমে দুমকার ফুল-ঝানো ( Phoolo-Jhano) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । পরে রাঁচি রিমস (RIMS)-এ স্থানান্তরিত করা হয়েছিল । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অঙ্কিতার । আর তার জের মিটতে না মিটতেই ফের পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ঝাড়খণ্ডে । বারবার এই এই ঘটনা ঘটায় ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন সরকারকে (Hemant Soren) কাঠগড়ায় তুলেছে সাধারণ মানুষ ।।