এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ সেপ্টেম্বর : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেপ্তারের জন্য দায়ের করা আবেদনের শুনানি করতে অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট । অ্যাডভোকেট আবু সোহেলের পক্ষে অ্যাডভোকেট চাঁদ কোরেশীর দায়ের করা এই আবেদনের শুনানি হয় এদিন শুক্রবার । সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি রবীন্দ্র ভাট এবং বিচারপতি পিএস নরসিমার বেঞ্চ এই আবেদনের শুনানি করেন ।রিপোর্ট অনুসারে, শীর্ষ আদালত বলেছে, ‘এটি আপাত দৃষ্টিতে ক্ষতিকারক বলে না মনে হলেও এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে । তাই কোনো নির্দেশ জারি করার সময় আদালতকে সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের পরামর্শ হল এটা ফিরিয়ে নেওয়া হোক ।’
প্রসঙ্গত,একটি টিভি চ্যানেলে বিতর্কের সময় নূপুর শর্মা মুসলমানদের নবির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ । আর ওই ভিডিও ক্লিপ ভাইরাল হতেই নূপুরের বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগ তুলে দেশ জুড়ে প্রতিবাদে সরব হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ । ভারতের বেশ কিছু রাজ্যে হিংসাত্মক বিক্ষোভও হয় । পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যের বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ হয় । নূপুর শর্মার বিরুদ্ধে দেশ জুড়ে একাধিক এফআইআর রজু করা হয় । পশ্চিমবঙ্গের কয়েকটি থানাতেও নূপুরের বিরুদ্ধে এফআইআর রজু হয়েছিল ।
ওই সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন নূপুর শর্মার আইনজীবী । সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন থানায় নথিভূক্ত সমস্ত এফআইআরগুলি দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছিলেন । এবারে নূপুর শর্মার গ্রেফতারির আবেদনে সাড়া না দিয়ে প্রাক্তন এই বিজেপি নেত্রীকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট ।।