এইদিন ওয়েবডেস্ক,জুরিখ,০৯ সেপ্টেম্বর : সুইজারল্যান্ডের জুরিখে ডায়মন্ড লিগ ফাইনালের শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী নীরজ চোপড়া । প্রথম রাউন্ডে ফাউল থ্রো করেও পরের রাউন্ডগুলিতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে খেতাব নিজের দখলে রাখতে সমর্থ হন অলিম্পিক স্বর্ণপদক জয়ী ভারতীয় অ্যাথলিট নীরজ ।
ডায়মন্ড লিগে নীরজের শুরুটা ভালো হয়নি । তাঁর প্রথম প্রচেষ্টা ছিল ফাউল থ্রো । দ্বিতীয় প্রচেষ্টায় ৮৮.৪৪ মিটার থ্রো করেন নীরজ। এই থ্রো দিয়েই এই রাউন্ডে তিনি এগিয়ে যান । দ্বিতীয় রাউন্ডে অলিম্পিক রৌপ্য পদক জয়ী ইয়াকুব ভাদলেজ ৮৬.০০ মিটার থ্রো করেন । নীরজ চোপড়া তৃতীয় প্রচেষ্টায় ৮৮.০০ মিটার জ্যাভলিন থ্রো করেন । তারপর চতুর্থ প্রচেষ্টায় ৮৬.১১ মিটার এবং পঞ্চম প্রচেষ্টায় ৮৭ মিটার থ্রো করে সেরার খেতাব ছিনিয়ে নেন নীরজ ।
প্রসঙ্গত,কুঁচকির চোটের কারণে বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে অংশ নেননি নীরজ চোপড়া । চলতি বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও চোট পেয়েছিলেন । অবশেষে ইনজুরি কাটিয়ে ফিরে এসে সাফল্য পেলেন ডায়মন্ড লিগে ।
ভারতের নীরজ চোপড়া ছাড়াও ডায়মন্ড লিগের অনান্য ফাইনালিস্টরা হলেন- চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজচ, জার্মানির জুলিয়ান ওয়েবার,লাটভিয়ার প্যাট্রিক গ্যালিয়াম, পর্তুগালের হয়ে লিয়েন্দ্রো রামো,মার্কিন যুক্তরাষ্ট্রের কার্টিস থম্পসন ।।