এইদিন ওয়েবডেস্ক,০৯ সেপ্টেম্বর : খেলা চলাকালীন মাঠের মধ্যে আচরণ বিধি লঙ্ঘনের জন্য পাকিস্থানের খেলোয়াড় আসিফ আলী এবং আফগানিস্তানের ফরিদ আহমেদকে শাস্তি দিল আইসিসি । বৃহস্পতিবার রাতে আইসিসির তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি ওই দুই খেলোয়াড়ের জরিমানা বাবদ ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া এবং তাদের নামের পাশে ১ ডিমেরিট পয়েন্টও যুক্ত করার কথা জানানো হয় । বিজ্ঞপ্তি অনুযায়ী খেলোয়াড়দের কোড অব কন্ডাক্টের লেভেল ওয়ান ধারা ভঙ্গ করেছেন আসিফ-ফরিদ । আসিফের বিরুদ্ধে ২.৬ ধারা এবং শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়ায় ফরিদকে ২.১.১২ ধারায় অভিযুক্ত করা হয়েছে ।
গত বুধবার শারজাহ স্টেডিয়ামে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে এশিয়া কাপের সুপার ফোরের খেলায় ইনিংসের ১৮তম ওভারে পাকিস্তানের মোহাম্মদ নেওয়াজ ও খুশদিল শাহকে বোল্ড করেন আফগান বোলার ফজল হক ফারুকি । ফের ১৯ তম ওভারে হারিস রউফকে বোল্ড করেন ফরিদ আহমেদ । তখন ক্রিজের অপর প্রান্তে ছিলেন আসিফ আলী । পরে স্ট্রাইকে এসে ছক্কা মারেন আসিফ । কিন্তু পরের বলে বাউন্সার পেয়ে হুক করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন । আসিফ প্যাভিলিয়নে ফেরার পথে ফরিদ তাকে কিছু একটা বলেন । আর তাতে ক্ষুব্ধ হয়ে আসিফ ফিরে এসে ফরিদকে ধাক্কা দেন । এমনকি ব্যাট হাতে মারতে উদ্যত হন তিনি । পরে আফগান ক্রিকেটার ও আম্পায়াররা এসে দুজনকে আলাদা করেন।দুই ক্রিকেটারই ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজেদের অপরাধ কবুল করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি ।।