প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ সেপ্টেম্বর : শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণী পর্যন্ত।তা বলে হেলিকপ্টার তৈরির শখ থাকবে না তা কি হয়। দীর্ঘ পাঁচ বছর ধরে হেলিকপ্টার তৈরি নিয়ে গবেষনা করে আস্ত হেলিকপ্টার বানানোর কাজ শুরু করেছে যুবক রেজাউল শেখ । তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার ঘোলা এলাকায় । লাখ লাখ টাকা ব্যায় করে বিভিন্ন যন্ত্রপাতি ও নানা সরঞ্জাম কিনে এনে রেজাউল এখন সারাদিন ধরে শুধু নিজস্ব প্রযুক্তিতে
হেলিকপ্টার তৈরির কাজই চালিয়ে যাচ্ছেন ।হেলিকপ্টার তৈরি দেখতে উৎসাহী মানুষজন প্রতিদিন তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন । একই ভাবে এলাকার বাসিন্দারাও রেজাউলের তৈরি হলিকপ্টারের আকাশে ওড়া দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন।
রেজাউলের হঠাৎ করে হেলিকপ্টার তৈরির ইচ্ছা জাগার কারণটাও যথেষ্ট ব্যতিক্রমী । রেজাউল জানিয়েছেন,তাঁর বাবা একদিন তাঁকে বলেছিলেন এমন একটি কিছু কাজ করতে, যাতে দেশের মানুষ তাঁকে মনে রাখে।বাবার সেই কথাটাই সবসময় মাথায় ঘুরপাক খেত।তার পর একদিন ৪০ ফুট লম্বা ও পাইলট সহ পাঁচ আশন বিশিষ্ঠ হেলিকপ্টার তৈরির সিদ্ধান্ত নিয়ে বসেন বলে রেজাউল শেখ জানিয়েছেন।
হেলিকপ্টার তৈরির জন্য তো প্রযুক্তি বিষয়ে যথেষ্ট পড়াশুনা ও জ্ঞান থাকা দরকার , সেটা কি আপনার আছে?এই প্রশ্নের উত্তরে বছর ৩৮ বয়সী রেজাউল অকপটে স্বীকার করেনেন, বেশি দূর পড়াশুনা তিনি করেননি । মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত তিনি পড়াশুনা করেছেন । কাজ করতেন মোটর গ্যারেজে।তাঁর নিজের একটি জেসিবি মেশিনও রয়েছে।সেই কারণে গাড়ির ইঞ্জিনের ব্যাপারে তাঁর যথেষ্ট অভিজ্ঞতাও রয়েছে।তবে হেলিকপ্টার তৈরিতো আর সামান্য ব্যাপার নয়। তাই হেলিকপ্টার তৈরি করবেন এমন সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি একেবারে গবেষনার করার মতোকরে বিষয়টি নিয়ে জ্ঞান অর্জন চালিয়ে যান।তার পর মাস ছয় আগে বেশ কয়েক লক্ষ টাকার সরঞ্জাম কিনে এনে বাড়ির সামনের ফাঁকা জায়গায় তিনি হেলিকপ্টার তৈরির কাজ শুরু করেন।রেজাউল জানান,সম্পূর্ণ হেলিকপ্টার তৈরি করতে তাঁর এখনও মাস খানেক সময় লাগবে।
প্রায় চল্লিশ ফুট লম্বা এবং পাইলট সহ পাঁচ আসনের বিশিষ্ঠ হেলিকপটার তৈরির কাজ এখন করে চলেছেন রেজাউল।তিনি জানান,লোহার পাত দিয়ে হেলিকপ্টারের কাঠামোটা তৈরি করেছেন।কাঠামোর কাজ অনেকটাই হয়ে গিয়েছে।কাটামোর মাথায় বড় ব্লেডের পাখাও লাগানো হয়ে গেছে।হেলিকপ্টার তৈরির কাজ শেষ করতে এখনও এক দেড় মাস লাগতে পারে।রেজাউল শেখ দাবি করেন, ‘হেলিকপ্টার তৈরির কাজে এখনও পর্যন্ত তাঁর ৪৫ লক্ষ টাকা খরচ হয়ে গেছে ।’ হেলিকপ্টারটি সম্পূর্ণ ভাবে তৈরি করতে প্রায় ৬৫ লক্ষ টাকা খরচ হবে বলে রেজাউল শেখ দাবি করেছেন ।
একই সঙ্গে তিনি বলেন,’আমি খুবই আশাবাদী আমার নিজের হাতে তৈরি হেলিকপ্টার সফল ভাবেই আকাশে উড়বে ।’ হেলিকপ্টার তৈরির কাজ দেখে এদিন রেজাউলের প্রশংসা করেছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।হেলিকপ্টার তৈরির হয়ে যাবার পর সাধারণ মানুষজনের হেলিকপ্টারে চড়ার সাধ পূরণের ছাড়পত্র যাতে পান সেই ব্যাপারে মন্ত্রীর কাছে রেজাউল আবেদনও জানিয়ে রাখেন ।।