এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : মাঠে ধান রোয়ানোর কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারে । মৃতের নাম অন্তরা বাগদি(৩২) । তাঁর বাড়ি ভাতার থানার রতনপুর গ্রামে । বাড়িতে দুই শিশু সন্তান রয়েছে ওই মহিলার । মা’কে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে দুই শিশু ।
জানা গেছে,স্বামী তাপস বাগদি,মেয়ে রিম্পা(৭) ও ছেলে সৌম্যজিতকে নিয়ে সংসার ছিল অন্তরাদেবীর । তাঁরা স্বামী-স্ত্রী দু’জনেই খেতমজুরের কাজ করতেন । গ্রামেরই এক কৃষকের জমিতে বুুুধবার ধান রোয়ানোর কাজ করছিলেন অন্তরাদেবী ৷ সেই সময় একটি বিষাক্ত সাপে তাঁকে কামড়ে দেয় । মাঠের অনান্য লোকজন তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে । কিন্তু শেষ রক্ষা হয়নি । বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।।