এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মঙ্গলবার সন্ধ্যায় তাঁর সরকারের উচ্চাভিলাষী সেন্ট্রাল ভিস্তা পুনঃনির্মাণ প্রকল্পের (Central vista inauguration) উদ্বোধন করবেন । আবরন উন্মোচন করবেন নয়াদিল্লির ইন্ডিয়া গেটে সেন্ট্রাল ভিস্তা লনের গ্র্যান্ড ক্যানোপিতে সুভাষ চন্দ্র বসুর একটি পূর্ণাবয়ব মূর্তির । এই কর্মসূচিকে সামনে রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । দুপুর ২ টার মধ্যে কর্তব্য পথের দুই পাশের ভবনগুলো খালি করা হবে । এরপর ঘরগুলিকে লক করা হবে । নিরাপত্তার কথা মাথায় রেখে যে ভবনগুলো খালি করা হবে সেগুলোর মধ্যে রয়েছে দিল্লি হাইকোর্ট, যোধপুর হাউস, বিকানের হাউস, জাতীয় জাদুঘর, বিকানের হাউস, নির্মাণ ভবন, শিল্প ভবন, হায়দ্রাবাদ হাউস, রেল ভবন, কৃষি ভবন, শাস্ত্রী ভবন । এছাড়া ওই সমস্ত ভবনগুলোর ছাদেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । নিরাপত্তা ব্যবস্থার কারণে নয়াদিল্লির অনেক রাস্তায় সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল বন্ধ রাখা হয়েছে। বিকাল ৪টার পর সব কেন্দ্রীয় মন্ত্রক বন্ধ হয়ে যাবে।
উল্লেখ্য,সেন্ট্রাল ভিস্তা পুনঃউন্নয়ন প্রকল্পের অধীনে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত কর্তব্য পথের একটি অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । এই প্রকল্পের অধীনে রয়েছে রাজ্যভিত্তিক খাবারের স্টল, চারদিকে সবুজের সঙ্গে লাল গ্রানাইট পাথরের ওয়াকওয়ে,ভেন্ডিং জোন, পার্কিং লট । থাকবে ২৪ ঘন্টার নিরাপত্তা ব্যবস্থা ।।