এইদিন ওয়েবডেস্ক,কোকরাঝার (আসাম),০৭ সেপ্টেম্বর : বুধবার থেকে দলীয় কর্মসূচি ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু করছে কংগ্রেস । এই যাত্রা তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হবে এবং জম্মু ও কাশ্মীরে শেষ হবে। ১৫০ দিনের এই যাত্রায় ১২ টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে ২,৫৭০ কিলোমিটার কভার করবে । এদিকে কংগ্রেসের এই যাত্রাকে কটাক্ষ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma)। তিনি কংগ্রেসকে এই যাত্রা পাকিস্তানে শুরু করার পরামর্শ দিয়েছেন । তাঁর কথায়, ‘ভারত সংযুক্ত এবং ঐক্যবদ্ধ’ আছে । সুতরাং ভারতে এই যাত্রার করার কোনো প্রাসঙ্গিকতাই নাই ।’
মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা বলেন,’ভারত ১৯৪৭ সালে বিভক্ত হয়েছিল । তাই ভারতে এই যাত্রা করে কোনো সুবিধা হবে না । আর কংগ্রেস যদি ভারত জোড়া যাত্রা শুরু করতে চায়, তাহলে রাহুল গান্ধীকে পাকিস্তানে এই যাত্রা শুরু করা উচিত । ভারতে এই যাত্রা কী করে কি লাভ ? ভারত সংযুক্ত, এবং ঐক্যবদ্ধ । আমি রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা কর্মসূচি পাকিস্তানে নিয়ে যাওয়ার পরামর্শ দিতে চাই ।’
পরে তিনি কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে টুইট করেছেন,’ভারত জোড়া যাত্রা শতাব্দীর একটি বড় হাস্যকৌতুক ! আমরা আজ যে ভারতে বাস করি তা স্থিতিস্থাপক,শক্তিশালী এবং ঐক্যবদ্ধ । শুধুমাত্র ১৯৪৭ সালে কংগ্রেস সম্মত হয়েছিল বলেই ভারত ভাগ হয়েছিল । রাহুল গান্ধীজী যদি ভারতের একীকরণ চান তাহলে ‘ভারত জোড় যাত্রা’-এর জন্য তাঁকে পাকিস্তানে যেতে হবে ।’
উল্লেখ্য,চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতকে রাজ্যগুলির একটি ইউনিয়ন হিসাবে বর্ণনা করেছিলেন । এই প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন,’ভারতের আত্মাকে অপমান করবেন না। ভারত একটি ইউনিয়নের উর্ধে । আমরা গর্বিত জাতি । আপনাদের টুকড়ে টুকড়ে দর্শনের কাছে ভারতকে পনবন্দি রাখা যাবে না । জাতি, জাতীয়তা এবং জাতীয়তাবাদ নিয়ে আপনার সমস্যা কী? বাংলাসহ আমরা উত্তর-পূর্ব ভারতের অবিচ্ছেদ্য অংশ ।’।