অভিষেক চৌধুরী,কালনা,২৪ জানুয়ারী : ‘বিজেপি বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করছে।দেশনায়ক নেতাজীর জন্মদিনের অনুষ্ঠানের অপমান শুধু মুখ্যমন্ত্রীকেই নয় এই অপমান দেশনায়ক সুভাষ চন্দ্র বসুকে করা হয়েছে।আর এই অপমানের জবাব আমরা মাঠে ময়দানেই দেবো ।’ নেতাজীর জন্মদিবসে ভিক্টোরিয়ার ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে মন্তেশ্বরের এক প্রতিবাদ সভায় এমনিই জানালেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ।
তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই প্রতিবাদ সভাটি হয় মন্তেশ্বরের মাঝেরগ্রাম বাজার এলাকায় । এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ,রাজ্য ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজ্য সাধারন সম্পাদক ডঃ রেজাউল ইসলাম মোল্লা(রানা),জেলা সভাপতি সাদ্দাম হোসেন সেখ,যুব সভাপতি রাসবিহারী হালদার সহ জেলা ও ব্লক তৃণমূল নেতৃত্ব । মন্তেশ্বরের এই প্রতিবাদ সভায় বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি ও হিন্দুত্ববাদী নেতা দেবকীনন্দন গণ সহ প্রায় পাঁচ শতাধিক বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন বলে দাবি তৃণমূলের । তাদের হাতে জোড়া ফুলের পতাকা তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ,তৃণাঙ্কুর ভট্টাচার্য,রেজাউল ইসলাম মোল্লা,আহম্মদ হোসেন সেখ।
যোগদানের পরেই দেবকীনন্দনবাবু বলেন,‘বিজেপির মিথ্যাচার,দুর্নীতি সহ্যের সীমার বাইরে চলে গিয়েছিলো।তার উপর মানসিক অত্যাচার করার কারণেই ওই দলটাকে ত্যাগ করে তৃণমূলে যোগদান করলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন রথকে এগিয়ে নিয়ে যেতেই পাঁচশো বিজেপি সমর্থককে নিয়ে এইদিন আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি ।’।