এইদিন ওয়েবডেস্ক,রাঁচী,০৬ সেপ্টেম্বর : ঝাড়খণ্ডে বিগত ১০ দিনে ৩ টি লাভ জিহাদের ঘটনা সামনে এসেছে । আর এইসব ক্ষেত্রে মূলত রাজ্যের আদিবাসী মেয়েদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দুমকায় একটি আদিবাসী মেয়েকে যৌন নিপীড়নের পর খুনের অভিযোগে আরমান আনসারি নামে একজন গ্রেফতার হয়েছে । লোহারদাগায় ধর্ষিতা মেয়েকে একটি কূপে ঠেলে ফেলে পাথর দিয়ে পিষে মারার চেষ্টার অভিযোগে রব্বানি আনসারি নামে একজন গ্রেফতার হয়েছে । বর্তমানে সে জেলে । তৃতীয় ঘটনাটি ঘটেছে খুন্তি জেলার কররা থানা এলাকায় । বছর পনেরোর ওই আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ফখরুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ।
এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি টুইট করেছেন,’ঝাড়খণ্ডে গ্রুমিং গ্যাংয়ের নতুন একটি কুকর্মের খবর এইমাত্র খুন্তি জেলা থেকে পাওয়া গেল । একজন ১৫ বছর বয়সী আদিবাসী মেয়ে ফকরুদ্দিনের দ্বারা ধর্ষিত হয়েছিল,মেয়েটি গর্ভবতী হলে তাকে জোরপূর্বক ধর্মান্তরিত করার জন্য চাপ দেওয়া হয়েছিল । আমাদের রাষ্ট্র ইসলামিকরণের দিকে এগিয়ে যাচ্ছে ।’
জানা গেছে,খুন্তি জেলার কররা থানা এলাকার ১৫ বছরের ওই নির্যাতিতা আদিবাসী কিশোরী পুলিশের জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় ফকরুদ্দিনের সাথে তার পরিচয় হয় । প্রথমে চ্যাটিং এবং পরে দুজনে ডেটিং শুরু করেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফকরুদ্দিন তার সাথে সহবাস করে । জানা গেছে, কিশোরী বুঝতে পারেনি সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে । সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় । শেষে পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় মেয়েটি মাসের অন্তঃসত্ত্বা ।এরপর সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়ের করেন মেয়েটির পরিবার । পুলিশ সুপার আমন কুমার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।।