এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৬ সেপ্টেম্বর : জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করল পাকিস্তানি সেনারা । মঙ্গলবার সকালে পাকিস্থান সেনা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্যদের ওপর আচমকা গোলাগুলি চালাতে শুরু করে । পালটা জবাব দেয় ভারতীয় সেনাও । বিএসএফ জম্মুর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, গুলিবর্ষণে ভারতীয় পক্ষ থেকে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ।
পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে গোলাগুলি চালাতো । ফলে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে হত । গ্রামবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজও বন্ধ হয়ে যেত । ভারত ও পাকিস্তান ২০২০ সালে জম্মু ও কাশ্মীরের সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৃষিকাজ পুনরায় শুরু হয় ।
বিএসএফের সাব-ইন্সপেক্টর জেনারেল এসপিএস সান্ধু বলেছেন,’এদিন সকাল ৮.৫৫ মিনিট নাগাদ ‘বর্ডার আউটপোস্ট চিনাজ’-এ সীমান্ত বেড়ার কাছে কিছু মেরামতির কাজ করতে থাকা বিএসএফ সৈন্যদের উপর আচমকা গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনারা । বিএসএফের জওয়ানরাও পাল্টা জবাব দেয় এবং দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে গুলি চলে ।’ দু’পক্ষের মধ্যে ১৫ থেকে ২০টি গুলি ছোড়া হয় বলে তিনি জানান ।
জানা গেছে,আরএস পুর সেক্টরে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তারের পর পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে । ওই ব্যক্তির নাম মহম্মদ শাবাদ । তার বাড়ি পাকিস্থানের শিয়ালকোটে । ভারতে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ২৬ ও ২৭ আগস্ট মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয় ।।