এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৬ সেপ্টেম্বর : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের প্রথম দিকে এগিয়ে থাকলেও শেষ রাউন্ডে হারতে হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনককে(Rishi Sunak) । লিজ ট্রাস(Liz Truss) ৮১,৩২৬ টি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন । যেখানে ঋষি সুনাকের প্রাপ্ত ভোট ৬০,৩৯৯ । কিন্তু সুনাকের এই পরাজয়কে অনেকেই মেনে নিতে পারেননি । তাঁরা সুনাকের এই পরাজয়কে বর্ণবৈষম্যের কাছে যোগ্যতার পরাজয় হিসাবে দেখছেন । কিন্তু অন্যদিকে ঋষি সুনকের পরাজয়ে চরম খুশি হয়েছে ভারতের বামপন্থী ও মৌলবাদীরা । তারা ‘হিন্দু’ ঋষি সুনককে নিয়ে বিভিন্ন কটূক্তি করতে শুরু করেছে ।
ঋষি সুনকের পরাজয়ের পর বর্ণবৈষম্যের বিষয়টি নিয়ে প্রথম মুখ খুলেছেন ভারতের মিডিয়া জগতের সুপরিচিত নাম নিধি রাজদান । তিনি টুইটারে লিখেছেন,’ঋষি সুনাককে পরাজিত করে লিজ ট্রাস যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছেন। বর্ণবাদের কারণে কি ঋষিকে এই দৌড়ের মূল্য দিতে হয়েছে ? নাকি এর ভিতরে অন্য রহস্য আছে ?’
তবে নিধি রাজদান ঋষি সুনাকের পরাজয়কে ‘বর্ণবাদের’ দৃষ্টিকোন দিয়ে দেখলেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল দেখে খুশি চেপে রাখতে পারেনি ভারতের মৌলবাদী ও তথাকথিত বামপন্থীরা ।
স্ত্রী অক্ষতাকে নিয়ে ঋষি সুনাককের গরুর পূজার একটি ভিডিও শেয়ার করে হিন্দুফোবিক বলে পরিচিত অশোক সোয়াইন নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন,’এই সমস্ত অঙ্গভঙ্গি সত্ত্বেও ঋষি সুনাক লিজ ট্রাসের কাছে পরাজিত হয়েছেন এবং লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন । নিজের প্রতি সত্য হওয়া গুরুত্বপূর্ণ – ইউকে ইউপি নয় ।’
জিমি খান নামে এক মৌলবাদী বিগ্রুপ করে লিখেছেন,’এটা অবশ্যই দুঃখজনক । তিনি যদি একটু গোমূত্র পান করতেন, তাহলে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারতেন ।’
শাবিনা হুসেন নামে এক মৌলবাদী মহিলা লিখেছেন, ‘গো মাতা ঋষি সুনককে আশীর্বাদ করতে অস্বীকার করেছিলেন ।’ উল্লেখ্য, ব্রিটেনে ভোটের মরশুমে ঋষি সুনাক বলেছিলেন, তিনি একজন হিন্দু এবং নিজেকে হিন্দু বলতে গর্বিত বোধ করেন । আর তাঁর স্বধর্ম প্রীতির কারনেই তিনি তথাকথিত বামপন্থী এবং মৌলবাদীদের রোষের মুখে পড়েন বলে মনে করা হচ্ছে ।।