এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৬ সেপ্টেম্বর : বলিউড চিত্র পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) ধর্ম পরিচয় কি ? হিন্দু না মুসলিম ? অতীতের কিছু অনুষ্ঠানে তাঁর ইসলাম ঘেঁষা মন্তব্যের কারনে এই প্রশ্ন বহু দিন থেকে উঠছে । এমনকি মহেশ ভাটের ছেলে রাহুল নিজেই জানিয়েছিলেন যে তাঁর বাবা তাঁর নাম ‘মোহাম্মদ’ রাখতে চেয়েছিলেন । এছাড়া চলতি বছরের এপ্রিলে রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়েতে সাত পাকের সময় কোনো শপথ নেওয়া থেকে মহেশ ভাট তাঁর মেয়েকে বিরত করেছিলেন বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছিল । আর এই কারনে মহেশ ভাটের আসল ধর্ম পরিচয় নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে । এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এই জল্পনাকে আরও উসকে দিলেন । কঙ্কনা দাবি করেছেন, মহেশ ভাটের আসল নাম আদপে ‘আসলাম’।
গত রবিবার ইনস্টাগ্রাম স্টোরিতে মহেশ ভাটের একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা ।ভিডিওতে ভাটকে মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে । আর ওই ভিডিওর সঙ্গে কঙ্গনা লিখেছেন, বলিউডের এই চিত্র পরিচালকের আসল নাম ‘মহেশ’ নয়, ‘আসলাম’ এবং তিনি এটা এতদিন লুকিয়ে রেখেছিলেন । পাশাপাশি তার ধর্ম সম্পর্কেও কিছু মন্তব্যও করেছেন কঙ্কনা । মহেশের বক্তৃতার একটি ক্লিপের পাশে কঙ্কনা লিখেছিলেন,’মহেশ জি আকস্মিকভাবে এবং কাব্যিকভাবে লোকেদের হিংসার জন্য উস্কানি দিচ্ছেন ।’
আরেকটি ক্লিপ শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাকে বলা হয়েছে তার (মহেশ ভাট) আসল নাম ‘আসলাম’… তিনি তার দ্বিতীয় স্ত্রীকে (সোনি রাজদান) বিয়ে করার জন্য ধর্মান্তরিত হয়েছেন… এটি একটি সুন্দর নাম, কেন লুকিয়ে রাখা হয়েছে?’তিনি আরও লিখেছেন,’তাঁর আসল নাম ব্যবহার করা উচিত এবং কোনও নির্দিষ্ট ধর্মের সাথে যুক্ত হওয়ার ভান করা উচিত নয় ।’
উল্লেখ্য,মহেশ ভাট শিবিরের বেশ কিছু ছবিতে কাজ করেছেন কঙ্গনা রানাউত । এই শিবিরের ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে তাঁর বলিউড ইন্ডাস্টিতে অভিষেক হয় । ভাট শিবিরের একটি ছবির প্রস্তাব কঙ্কনা ফিরিয়ে দিয়েছিলেন বলে শোনা যাচ্ছে । এরপর থেকেই তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ২০২০ সালে কঙ্গনা বলেছিলেন যে মহেশ তার মেয়ে, অভিনেত্রী-পরিচালক পূজা ভাট( Pooja Bhatt) দ্বারা পরিচালিত ধোকা(Dhokha)চলচ্চিত্রটি প্রত্যাখ্যান করার পরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে হয়েছিল । এই বছরের শুরুর দিকে আলিয়া ভাটের ছবি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি মুক্তির আগে, মহেশ ভাট এবং তার কন্যা কঙ্কনাকে হেনস্থাও করেছিলেন বলে অভিযোগ । কঙ্গনার মতে এই সিনেমাটির সবচেয়ে বড় ত্রুটি হল ‘ভুল কাস্টিং’। তিনি আলিয়াকে ‘বাবার পরী’ এবং মহেশকে ‘মুভি মাফিয়া’ বলে উল্লেখ করেছেন ।।