এইদিন ওয়েবডেস্ক,গোড্ডা(ঝাড়খণ্ড),০৫ সেপ্টেম্বর : ভালোবেসে বিয়ে করলেন লালু প্রসাদকে জেলে পাঠানো রাঁচি জেলা বিশেষ সিবিআই আদালতের বিচারক ৫৯ বছরের শিবপাল সিং । আর তাঁর প্রেমিকা হলেন গোড্ডা জেলা আদালতের আইনজীবী ৫০ বছরের নূতন তিওয়ারি । বিচারক শিবপাল সিংয়ের স্ত্রী মারা গেছেন ২০০৬ সালে । তাঁর এক মেয়ে ও এক ছেলে রয়েছে । অন্যদিকে অ্যাডভোকেট নূতনের স্বামীও কয়েক বছর আগে মারা যান । তাঁরও একটি মেয়ে রয়েছে । তাঁরা ছেলেমেয়েদের সম্মতিক্রমেই বিয়ের পিঁড়িতে বসেছেন । দুমকার বিখ্যাত বাসুকিনাথ মন্দিরে গত ২ সেপ্টেম্বর তাঁরা মালাবদল করেন ।
বিশেষ সিবিআই আদালতের বিচারক পদে থাকাকালীন শিবপাল সিং লালু প্রসাদ যাদবকে পশুখাদ্য কেলেঙ্কারির দুটি মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন। একটি মামলায় তিনি লালু প্রসাদকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন । এর শাস্তি ভোগ করছেন লালু। বর্তমানে তিনি জামিনে মুক্ত। স্বাস্থ্যগত কারণে তিনি বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । বয়স ও স্বাস্থ্যের কথা উল্লেখ করে এই মামলা থেকে অব্যাহতি চেয়েছেন লালু । যদিও সেই আবেদন প্রত্যাখ্যান হয়েছে আদালতে ।
অন্যদিকে পেশায় আইনজীবী হওয়ার পাশাপাশি বিজেপির সঙ্গে যুক্ত নূতন তিওয়ারি । স্বামীর মৃত্যুর পর তিনি গোড্ডা জেলা আদালতে চলে আসেন । এখানে বিজেপির বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের দেখেন । জেলার মহিলাদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নূতন তিওয়ারির ।।
ছবি : সৌজন্যে সোশ্যাল মিডিয়া ।