এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দূর্নীতি নিয়ে যখন দেশ জুড়ে তোলপাড় চলছে । রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে । এই পরিস্থিতির মাঝেই নতুন ৮৯ হাজার শিক্ষক নিয়োগ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুধু তাইই নয়, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যের ৩০ হাজার যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে জানিয়েছেন তিনি । সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠানে এই ঘোষণা করে আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থীদের প্রসঙ্গে বলেন,’কয়েকটা ছেলেমেয়ে রাস্তায় বসেছিল, আমার সাথে তাদের দেখা হয়েছিল । আমি চেয়েছিলাম ওদের চাকরি করে দেওয়ার জন্য । কিন্ত তখনকার শিক্ষামন্ত্রী বলেছিলেন ওদের নম্বর পারমিট করছে না ।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা চাকরি দিতে চাই। কিন্তু কেউ কেউ পিআইএল করার নামে জীবনটাকেই পিআইএল করে দিচ্ছে । একটা করে পিল (Public Interest Litigation) খেয়ে নেয় । আবার কিছু কিছু লোক আছে যারা নিজেও খায় না,অন্যকেও খেতে দেয় না ।’ মুখ্যমন্ত্রীর আক্ষেপ রাজ্য সরকারের সদিচ্ছা থাকলেও এইসব কারনের জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে ।
নাম না করে এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের দল সিপিএমের এভাবে সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন,’আমাদের কাগজ আছে বলেই ভুল খুঁজে পাচ্ছেন। কিন্তু সিপিএমের আমলের একটা কাগজও খুঁজে পাইনি । বুদ্ধদেববাবুর কথা মনে আছে ? বলেছিলেন চোরেদের মন্ত্রীসভায় আর কাজ করব না । বিনয় চৌধুরীর কথা মনে পড়ে ? গভর্মেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর,ফর দ্য কন্ট্রাক্টর । আমার একটু একটু মনে পারে ।’
মধ্যপ্রদেশের বিজেপি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রীকে আজও গ্রেফতার করা হয়েছে ? ৫৪ জন আত্মহত্যা করেছিল । কালকে আবার একটা বড় কেলেঙ্কারি বেড়িয়েছে ।’ এদিন মুখ্যমন্ত্রী দাবি করেন,ইতিমধ্যেই রাজ্যে ২ লক্ষ ৬৩ হাজার শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হয়েছে । বাধা না পড়লে বাকি নিয়োগ সম্পন্ন হয়ে যেত বলে তিনি জানান ।।