এইদিন ওয়েবডেস্ক,সান্তিয়াগো দে চিলি,০৫ সেপ্টেম্বর : রবিবার একটি গণভোটে নতুন প্রস্তাবিত সংবিধান প্রত্যাখ্যান করেছে চিলির ভোটাররা । দেশের মোট ভোটার ১ কোটি ৯০ লক্ষ । ভোট দান বাধ্যতামূলক ছিল । ভোট পড়েছে মোট ৯৮ শতাংশ । প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় ৬২ শতাংশ মানুষ । পক্ষে পড়ে ৩৮ শতাংশ । বর্তমানের বিদ্যমান সংবিধানটি অগাস্টো পিনোচেটের (Augusto Pinochet) একনায়কত্বের অধীনে লেখা হয়েছিল । তিনি ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দেশ শাসন করেছিলেন । নতুন সংবিধানে পূর্ণ লিঙ্গ সমতা প্রদান, আদিবাসী প্রতিনিধিদের জন্য নির্ধারিত আসন যোগ এবং পরিবেশগত বিধি-বিধান বৃদ্ধি করার কথা বলা হয়েছিল ।
কিন্তু পিনোচে একনায়কত্ব থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সংবিধানের উপরেই আস্থা রেখেছে চিলির অধিকাংশ জনগন । এই ফলাফল ৩৬ বছর বয়সী চিলির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিকের জন্য একটি বড়সড় ধাক্কা বলে মনে করা হচ্ছে ।।