এইদিন ওয়েবডেস্ক,করাচি,০৪ সেপ্টেম্বর : ফের বেইজ্জত হল পাকিস্তান । ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে একটি বিলাসবহুল গাড়ি চুরি করে এনে করাচি শহরের একটি বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল । যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জানতে পারে চুরি যাওয়া ওই বেন্টলি মুলসান (Bentley Mulsanne) গাড়িটি করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে । ব্রিটেনের গোয়েন্দা সংস্থা গাড়িটি উদ্ধারের জন্য পাকিস্থানকে নির্দেশ দেয় । এরপর করাচির শুল্ক দপ্তর গিয়ে গাড়িটি উদ্ধার করে । বাড়ির মালিককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পাকিস্তানের শুল্ক বিভাগ ।
প্রসঙ্গত,বেন্টলি মুলসান হল বিশ্বের দামি গাড়িগুলির মধ্যে অন্যতম । এর দাম ভারতীয় মূদ্রায় প্রায় ২ কোটি টাকা । এই ব্রান্ডের সবচেয়ে বড় এবং সবচেয়ে দামি গাড়ি হল ‘সেডান’ ৷ সপ্তাহ খানেক আগে লন্ডন থেকে ধূসর রঙের ওই ‘সেডান’ গাড়িটি চুরি হয়ে যায় । পূর্ব ইউরোপের দেশটির শীর্ষ কূটনীতিকের নথি ব্যবহার করে চুরি চক্রের পান্ডারা গাড়িটি পাকিস্তানে নিয়ে আসে । ঘটনার তদন্তে নেমে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বিষয়টি জানার পর গাড়ির ভিআইএন নম্বর,ইঞ্জিন নম্বরসহ যাবতীয় তথ্য পাকিস্তানি কর্মকর্তাদের হাতে তুলে দেয় । এরপর করাচির নির্দিষ্ট বাড়িতে অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয় । তবে গাড়ির চাবি না থাকায় পাকিস্তানি কর্মকর্তারা গাড়িটি তুলে নিয়ে যায় ।।