এইদিন ওয়েবডেস্ক,বুয়েনস আয়ার্স,০২ সেপ্টেম্বর : গালে ধরা পিস্তলের নল । শুধু ট্রিগারে চাপ দেওয়ার অপেক্ষা । আর ঠিক তখনই বসে পড়েন আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কির্চনারকে (Cristina Fernandez de Kirchner) । সঙ্গে সঙ্গে বন্দুকধারীকে ধরে ফেলে ভাইস প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীরা ৷ বৃহস্পতিবার রাতে এভাবেই বরাত জোরে প্রাণে বেঁচে যান ক্রিস্টিনা কির্চনার ।
বৃহস্পতিবার রাতে বুয়েনস আয়ার্সে রেকোলেটা এলাকায় নিজের বাড়ির বাইরে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন ক্রিস্টিনা ফার্নান্ডেজ । তখন তার পাশে থাকা ব্যক্তিটি ক্রিস্টিনার মুখে বন্দুক ধরে । সৌভাগ্যক্রমে গুলি না চলায় ক্রিস্টিনা প্রাণে বেঁচে যান । এর পর ওই ব্যক্তিকে আটক করা হয় । দৃশ্যটি বিভিন্ন মিডিয়া আউটলেট দ্বারা রেকর্ড করা হয়েছে এবং ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ।
আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় ব্রাজিলিয়ান নাগরিক ফার্নান্দো আন্দ্রে সাবাগ মন্টিয়েল নামে অভিযুক্ত বন্দুকধারীকে গ্রেফতার করা হয়েছে । তবে ওই ব্যক্তির কোনো অপরাধমূলক রেকর্ড নেই । ধৃতের কাছ থেকে .৩২ ক্যালিবারের বারসা আধা-স্বয়ংক্রিয় পিস্তলটি আটক করা হয়েছে । কি উদ্দেশ্যে সে ভাইস প্রেসিডেন্টকে প্রাণে মারা চেষ্টা করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।।