এইদিন ওয়েবডেস্ক,আফগানিস্তান,০২ সেপ্টেম্বর : আফগানিস্থানের হেরাতে ইসলামি স্টেটের আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে মসজিদের ইমাম মুজিবুর রহমান আনসারি এবং তার রক্ষীরাও রয়েছে বলে জানিয়েছে তালিবান । শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ হেরাতের গাসারগাহ মসজিদে জামাতের নামাজের সময় বিস্ফোরণটি ঘটে । বিস্ফোরণে শতাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর । হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস ।
জানা গেছে,এদিন দুপুরে মুজিবুর রহমান আনসারী দেহরক্ষীদের সঙ্গে নিয়ে গাসারগাহ মসজিদের প্রাঙ্গনে প্রবেশ করলে তাদের আশেপাশে মুসল্লিদের জমায়েত হয় । আর ঠিক তখনই আত্মঘাতী বিস্ফোরণের ঘটনাটি ঘটে । আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
এদিকে আফগানিস্তানের তাখার(Takhar) প্রদেশের দারকাদ জেলায় অজানা ড্রোনের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে । এদিন সকালে তাজিকিস্তানের সীমান্তবর্তী তাখার প্রদেশের খাজা বাহাউদ্দিন এবং দারকাদ জেলার মধ্যবর্তী সীমান্তে কাটাকজার এবং কোহনেশাখ গ্রামে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুকে হামলা চালায় ওই ড্রোনটি । সূত্রের খবর, এই দুই জেলার আকাশে ড্রোনটি চক্কর দিচ্ছে । ড্রোনটি কোন দেশের এবং এসব জেলায় কোন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তা স্পষ্ট নয় । এই বিষয়ে মুখ খোলেনি তালিবান নেতৃত্ব ।।