এইদিন ওয়েবডেস্ক,কোচি,০২ সেপ্টেম্বর : আজ শুক্রবার দেশের প্রথম শক্তিশালী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীকে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এই রণতরীটি সমুদ্রে ভাসমান একটি বিমান বন্দর । এখান থেকে ফাইটার জেট, মিসাইল, ড্রোন উড়িয়ে শত্রুর উপর সহজেই হামলা চালানো যায় । এই এয়ারক্রাফট ক্যারিয়ারটি ভারতীয় নৌবাহিনীর হাতে আসায় দেশের সমুদ্রসীমা নিরাপত্তা ব্যবস্থা বহুলাংশে মজবুত হল বলে মনে করা হচ্ছে ।
আইএনএস বিক্রান্ত হল বিশ্বের দশটি শক্তিশালী বিমানবাহী যুদ্ধজাহাজের মধ্যে একটি । ভারতের আগে মাত্র পাঁচটি দেশ ৪০ হাজার টনের বেশি ওজনের বিমানবাহী রণতরী তৈরি করেছে। আইএনএস বিক্রান্তের ওজন ৪৫ হাজার টন । এটি ভারতের সামুদ্রিক ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ এবং এতে অত্যাধুনিক অটোমেশন সুবিধা রয়েছে ।প্রায় ২০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিক্রান্তের সরঞ্জামগুলি দেশের ১৮ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি করা হয়েছে । তার মধ্যে রয়েছে আম্বালা, দমন, কলকাতা, জলন্ধর, কোটা, পুনে এবং দিল্লির মতো শহরগুলি । আইএনএস বিক্রান্তের জন্য ২৫০০ কিলোমিটার দীর্ঘ বৈদ্যুতিক তার ভারতেই তৈরি করা হয়েছে ।
আইএনএস বিক্রান্তের বৈশিষ্ট্যগুলি হল : এর ফ্লাইট ডেক এলাকা ১২,৫০০ বর্গ মিটার দৈর্ঘ্য এবং ২৬২.৫ মিটার প্রস্থ । জাহাজটির উচ্চতা ৬১.৬ মিটার (একটি ১৫ তলা ভবনের সমতুল্য) । এর সর্বোচ্চ গতি ২৮ নটিক্যাল মাইল । এটি ৫৩ একর জায়গা জুড়ে বিস্তৃত। ক্রু সংখ্যা ১৬০০ । বিক্রান্তের অভ্যন্তরে প্রায় ২২০০ টি কক্ষ রয়েছে ।।