এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০২ সেপ্টেম্বর : আগামী দুই মাসের মধ্যে অভিন্ন দেওয়ানী আইন (Uniform Civil Code) কার্যকর করা হবে বলে জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) । উত্তরাখণ্ডের নির্বাচনের আগে পুষ্কর সিং ধামি রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল আনার কথা ঘোষণা করেছিলেন । এজন্য তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করেছিলেন । ইতিমধ্যে কমিটির একাধিক বৈঠক হয়েছে । আগামী দু’মাসের মধ্যে বিলটি বিধানসভায় পাশ করানোর পর তা কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী । আর এই বিল পাশ হলে উত্তরাখণ্ড হবে প্রথম রাজ্য যেখানে এক দেশ এক আইন কার্যকর হতে চলেছে ।
পাঞ্চজন্যের প্রতিবেদন অনুযায়ী, অভিন্ন দেওয়ানী আইনের পাশাপাশি উত্তরাখণ্ডের জেলাগুলির পুনর্গঠনের উপরেও জোড় দিচ্ছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । বিজেপি সম্প্রতি ৫ টি নতুন জেলা ঘোষণা করেছে । যেগুলি হল রানিক্ষেত, কোটদ্বার, রুরকি, কাশিপুর এবং ঋষিকেশ । উত্তরকাশী থেকে যমুনা ঘাটি, পাউড়ি থেকে কোটদ্বার এবং আলমোড়া থেকে রানিক্ষেত জেলা আলাদা করার প্রস্তাব উঠেছে । এছাড়া নৈনিতাল থেকে জনসংখ্যার বোঝা কমাতে জেলা সদর দফতর হলদ্বানীতে স্থানান্তরিত হতে চলেছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে ।।