এইদিন ওয়েবডেস্ক, কলকাতা, ২২ জানুয়ারি: ” আমি অত্যন্ত ব্যথিত হলাম রাজীব মন্ত্রীত্ব থেকে সরে যাওয়ায়। খুব অবাক হলাম ও কি কারনে এমন সিদ্ধান্ত নিল। তবে আমি বিশ্বাস করি রাজীব দল ছাড়বেন না। দলকে আরও মজবুত করার জন্য নিজেকে নিয়োজিত করবেন।মানুষের বিশ্বাসের মর্যাদা দেবেন।” শুক্রবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীত্ব থেকে পদত্যাগের প্রতিক্রিয়ায় এমনই মন্তব্য করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ 24 পরগনা বারুইপুর শুরু হল মিলনমেলা। এই মিলনমেলা অনুষ্ঠানে এদিন আসেন স্পিকার। সাংবাদিকরা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের প্রসঙ্গে জিজ্ঞাসা করলে স্পিকার মুখ খুললেন রাজ্যের স্পিকার বলেন,”রাজীব মন্ত্রিত্ব ছড়ায় আমরা খুব ব্যথিত হয়েছি। রাজিব খুব ভালো ছেলে বিধানসভায় ওর পারফরম্যান্স খুব ভালো ছিল। কি কারনে মন্ত্রিত্ব ছাড়লো আমি জানিনা।”
পাশাপাশি বিমানবাবু বলেন,” যারা মানুষের বিশ্বাস অর্জন করেছে। তারা যদি একবার মানুষের বিশ্বাসভঙ্গ করে তারা আর যাই করুক, এগিয়ে যেতে পারবেন না।” ব্যক্তি হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের যেমন সুনাম করেন স্পিকার, তেমনি মন্ত্রীসভার সদস্য হিসাবেও তার কাজের প্রশংসা করেছেন ।।