এইদিন ওয়েবডেস্ক,টাঙ্গাইল,০২ সেপ্টেম্বর : মেহেদী পরা নতুন বউকে প্রথম দেখার আবদার করেছিল পাড়ার মস্তানরা । কিন্তু বধুর শ্বশুরবাড়ির লোকজন মস্তানদের এই প্রকার আবদারকে মেনে নিতে পারেনি । আর সেই অপরাধে বধুর ভাসুরকে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেললো ৮/৯ জন মস্তানের দল । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের টাঙ্গাইলের গোপালপুরে । নিহতের নাম মোবারক হোসেন (৩৫) । এনিয়ে নিহতের পরিবার গোপালপুর থানায় একটি এফআইআর রজু করেছিলেন । অভিযোগের ভিত্তিতে শেখ মনির নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ।
জানা গেছে,গোপালপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মধুপুর ভট্ট এলাকার বাসিন্দা হাসান আলীর ছেলে সুজনের বিয়ে হয় গত সপ্তাহের বৃহস্পতিবার । নববধুকে বাড়ি আনা হয়েছে । এদিকে একই পাড়ার বাসিন্দা মনির, সজীব ও নয়নসহ মস্তানদের দল আগে থেকেই জানিয়ে দিয়েছিল বাড়িতে আনার পর তারাই প্রথম নববধুর মুখ দেখবে । কিন্তু তাদের এই অন্যায় আবদার মেনে নিতে পারেনি সুজনের পরিবার । আর তার জেরে মস্তানরা ক্ষুব্ধ হয়ে বাড়িতে হামলা করে দেয় । তারা প্রথমে সুজনের খুড়তুতো ভাই একাব্বর হোসেনকে একা পেয়ে মারধর করতে শুরু করে । সুজনের দাদা মোবারক হোসেন একাব্বরকে বাঁচাতে এগিয়ে এলে তাকে মাটিতে ফেলে বেদম পেটায় মস্তানের দল । তারপর পরিবারের লোকজন গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । কিন্তু বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মোবারকের মৃত্যু হয় ।।