এইদিন ওয়েবডেস্ক,সাতক্ষীরা,০১ সেপ্টেম্বর : স্ত্রী ও দুই কন্যাসন্তান থাকা সত্ত্বেও গোপনে আরও একটি বিয়ে করেছিলেন বাংলাদেশের সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের বাসিন্দা আতাউর রহমান (৪০) নামে এক ব্যক্তি । দ্বিতীয় পক্ষের স্ত্রীর নিরাপত্তার কথা ভেবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিছু টাকা গচ্ছিত রাখার ইচ্ছা হয়েছিল তাঁর । সেই উদ্দেশ্য নিজের একটা কিডনি বিক্রি করে দিয়েছিলেন আতাউর । এদিকে টাকা হাতে পেতেই স্বামীকে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেল স্ত্রী । শেষে ক্ষোভে দুঃখে বিষপান করে আত্মঘাতী হলেন ওই ব্যক্তি ।
আতাউরের মা জাহানারা খাতুন জানান, তাঁর ছেলের সঙ্গে উপজেলার মুরারীকাটি গ্রামের বাসিন্দা আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনের বিয়ে হয়েছিল । সেখানে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে আতাউর । এরপর তাঁর ছেলে ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে ৩ লাখ টাকা রুবিনাকে দেয় । কিন্তু টাকা পাওয়ার পর আতাউরকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছে রুবিনা । এই খবর শোনার পর বিষ পান করে আত্মহত্যা করেছে তাঁর ছেলে ।
জানা গেছে,বুধবার দুপুরে বিষপান করে দ্বিতীয় পক্ষের শ্বশুরবাড়ি লাঙ্গলঝাড়া গ্রামে যান আতাউর রহমান । শ্বশুরবাড়ির উঠনে পা রাখতেই তিনি উলটে পড়ে যান । তারপর তাঁকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । যদিও এই ঘটনায় থানায় কোনো নির্দিষ্ট অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে । পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।