শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ আগস্ট : ‘কাঁচা বাদাম’ গানের দৌলতে রাতারাতি ‘সেলিব্রিটি’ বনে গিয়েছিলেন বীরভূমের ভূবন বাদ্যকর । এবার সেই কাঁচা বাদামকেই দেবী দূর্গার ভূষণ করছেন মালদার শিল্পি সুশান্ত সরকার । মালদা শহরের বিশ্বনাথ মোড় এলাকার বাসিন্দা সুশান্তবাবু এবারে ১৯ টি দুর্গা প্রতিমা গড়ার বায়না পেয়েছেন । তার মধ্যে অন্যতম মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা । আর তিনি এই প্রতিমার সাজ তৈরি করছেন কাঁচা বাদাম,বাদামের খোসা দিয়ে । এর পাশাপাশি তিনি ব্যবহার করছেন আঁঠা, কার্ডবোর্ড ও রঙিন সুতো । সুশান্তবাবুর আশা এবারে তাঁর তৈরি করা কাঁচা বাদাম সাজের প্রতিমা মানুষের মন জয় করতে সক্ষম হবে ।
সুশান্ত সরকার বলেন, ‘করোনা অতিমারীর কারনে বিগত দু’বছর ব্যবসার অবস্থা খুবই খারাপ ছিল । লভ্যাংশ তো দূর,প্রতিমা নির্মানের খরচ পর্যন্ত ওঠেনি । ফলে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয়েছে । তবে এবারে পরিস্থিতি অনেকটাই ভালো ।’ তিনি জানিয়েছেন,এবারে বেশ কয়েকটি বিগ বাজেটের পূজোর প্রতিমা নির্মানের বায়না পেয়েছেন তিনি । তার মধ্যে মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের কাঁচা বাদাম সাজের প্রতিমার মূল্য নির্ধারণ করেছেন ৮৫ হাজার টাকা । বাকি প্রতিমাগুলোর দাম অবশ্য এর থেকে কিছুটা কম বলে তিনি জানান ।
উল্লেখ্য,এবারে শারোদ্যৎসবে ১১ দিনের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । জেলার বহু ক্লাব মহালয়ার দিন থেকে পূজা মন্ডপের উদ্বোধন করবে । মণ্ডপ নির্মানের প্রাথমিক পর্যায়ের কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে । তবে এখন থেকেই মালদা শহরের রায়পাড়া আরতি সংঘের কাঁচা বাদামের সাজের প্রতিমাকে ঘিরে জোর চর্চা চলছে । উদ্যোক্তাদের আশা প্রতিমার অভিনব এই সাজের কারনে এবারে তাঁদের মণ্ডপে রেকর্ড ভিড় হবে ।।