“ঈশ্বরেচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না । যখন জীবের সুসময় আসে, তখন ধ্যানচিন্তা আসে ; কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় । তাঁর যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে, তিনিই তার ভিতর দিয়ে কার্য করেন । নরেনের কি সাধ্য ? তিনি তার ভিতর দিয়ে সব করলেন বলে ত নরেন সব করতে পেরেছিল ?
ঠাকুর যেটি করবেন তাঁর তা ঠিক করা আছে । তবে ঠিক ঠিক যদি কেউ ওঁর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন । সব সয়ে যেতে হবে। কারণ
কর্মনুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। তুমি একটি সৎকার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান,জপ, ঈশ্বরচিত্তায় পাপ কাটে ।”
শ্রীশ্রীমায়ের কথা–২য় ভাগ পৃষ্ঠা-88