দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),৩০ আগস্ট : অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষের সই করা ও প্যাডে লেখা ৪ বছর আগের একটি চিঠি ভাইরাল হয়েছে । ওই চিঠিটি লেখা হয়েছে স্থানীয় এক কারখানা কর্তৃপক্ষকে উদ্দেশ্যে করে । শারোদৎসবে বস্ত্র বিতরণের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে ‘কমপক্ষে এক লক্ষ’ টাকা চাঁদা বাবদ চাওয়া হয়েছে চিঠির মাধ্যমে । এদিকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল যখন জেলে,তখন তাঁর ঘনিষ্ঠ এক নেতার এহেন চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় শোড়গোল পড়ে গেছে এলাকায় । যদিও রামকৃষ্ণ বাবুর দাবি, কেউ বা কারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ।
জানা গেছে,দু’এক দিন ধরে রামকৃষ্ণ ঘোষের সই করা ওই চিঠিটি এলাকার মানুষের হোয়াটস অ্যাপে ঘুরছে । আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রামকৃষ্ণ ঘোষের প্যাডে ওই চিঠিটি লেখা । ঠিকানা দেওয়া হয়েছে অভিরামপুর ৷ চিঠি লেখার তারিখ পয়লা অক্টোবর ২০১৮ । চিঠির বিষয় ‘দুস্থ গরিব মানুষদের পোষাক দান করার জন্য সনির্বন্ধ অনুরোধ ।’ আউশগ্রাম ও পানাগড় সীমান্তের কাছে আউশগ্রামের ধরালার (Dharala) একটি কারখানার প্লান্ট হেডকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, ‘আপনার নিকট এলাকার পক্ষ থেকে আমার বিনীত নিবেদন যে আমরা দুর্গাপূজার প্রাক্কালে কিছু দুঃস্থ মানুষকে পোশাক বিতরণ করার মনস্থ করছি । আপনার অবহতির জন্য জানাই যে স্থানীয় অনান্য শিল্প কারখানা কর্তৃপক্ষকে একই অনুরোধ করা হয়েছে । ওনারাও সদর্থক চিন্তাভাবনা করার জন্য আশ্বস্ত করেছেন । অতএব মহাশয়,আপনার কাছে আমার একান্ত অনুরোধ অনুগ্রহ পূর্বক এই ব্যাপারে সদর্থক বিবেচনা করার জন্য আন্তরিক আবেদন জানাচ্ছি এবং দানের পরিমান কমপক্ষে এক লক্ষ টাকা মঞ্জুর করার জন্য আবেদন করছি । ধন্যবাদান্তে বিনীত রামকৃষ্ণ ঘোষ ।’
এদিকে শিক্ষক নিয়োগ দূর্নীতি, গরু পাচার মামলা নিয়ে রাজ্যের শাসকদল যখন জেরবার ঠিক সেই পরিস্থিতি আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি রামকৃষ্ণ ঘোষের স্বাক্ষরিত এই চিঠি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে । ইতিপূর্বেই রামকৃষ্ণ বাবুর বিরুদ্ধে তোলাবাজি, বেআইনি বালির কারবার চালানো নিয়ে অভিযোগ উঠেছিল । আর এনিয়ে কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখে নালিশও জানিয়েছিল । এবার চাঁদা চেয়ে কারখানা কর্তৃপক্ষকে দেওয়া চার বছর আগের রামকৃষ্ণ ঘোষের চিঠি ভাইরাল হওয়ায় নতুন মাত্রা যোগ করেছে । যদিও রামকৃষ্ণ ঘোষের সাফাই,চিঠিতে স্বাক্ষর তারই কিন্তু চিঠির বয়ান কম্পিউটারে কারচুপি করা হয়েছে । তাঁর কথায়,’কেউ বা কারা চক্রান্ত করে এই কাজ করেছে ।’।