এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,৩০ আগস্ট : সোমবার রাতে গুজরাটের ভাদোদরা শহরের একটি সংবেদনশীল এলাকার মধ্য দিয়ে গনেশ মূর্তি নিয়ে যাওয়ার সময় পাথর ছোড়াছুড়ির অভিযোগ উঠল কিছু অসামাজিক লোকজনের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । একে অপরকে লক্ষ্য করে তারা পাথর ছুড়তে শুরু করে । সেই সময় দুষ্কৃতীরা ধর্মীয় স্থানে ভাঙচুর,দোকানপাট ও লরি ভাংচুর করে বলে অভিযোগ । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
মঙ্গলবার পুলিশ জানিয়েছে,ঘটনার পর উভয় পক্ষই ভাদোদরা সিটি থানায় একটি এফআইআর দায়ের করেছে । ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৪৩ (বেআইনি সমাবেশ), ১৪৭ (দাঙ্গা), ৩৩৬ (মানুষের জীবন বা ব্যক্তিগত সুরক্ষাকে বিপন্নকারী কাজ), ২৯৫ (উপাসনার স্থান অপবিত্র করা) সহ বিভিন্ন ধারার অধীনে মামলা রজু করা হয়েছে । তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,সোমবার রাত ১১.১৫ টার দিকে সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল মান্ডভি এলাকার পানিগেট দরওয়াজা দিয়ে গণেশ মূর্তি নিয়ে একটি মিছিল যাচ্ছিল । সেই সময় পাথর ছোড়ার ঘটনা ঘটলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । দুই সম্প্রদায়ের সদস্যরা একে অপরকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে শুরু করে। পাশাপাশি চলে তুমুল বাকবিতন্ডা । একটি মসজিদের প্রধান ফটকের কাঁচ ভেঙে যায় । যদিও ঠিক সময়ে পুলিশ বাহিনী ঘটনাস্থলে চলে যাওয়ায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা রোধ করা সম্ভব হয় । পুলিশের যুগ্ম কমিশনার চিরাগ কোরাদিয়া সাংবাদিকদের বলেন,’পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে । ক্রাইম ব্রাঞ্চ ঘটনার তদন্ত করছে। আমরা জনগণকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আবেদন করছি ।’।