এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,৩০ আগস্ট : মূর্তি বিসর্জনের সময় যমুনা নদীতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল ৫ যুবক ও কিশোরের । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায় ডিএনডি ফ্লাইওভারের নীচে । পুলিশ জানিয়েছে,নিহতদের নাম অঙ্কিত (২০), লাকি (১৬) ললিত (১৭) বিরু (১৯) এবং রিতু রাজ ওরফে সানু (২০) । তারা সকলেই গ্রেটার নয়ডার সালারপুর গ্রামের বাসিন্দা ।
জানা গেছে,সালারপুর গ্রামে ভগবান শ্রী কৃষ্ণের পূজো ছিল । রবিবার মূর্তি বিসর্জন করা হয় । ৬ জনের একটি দল মিলে ডিএনডি ফ্লাইওভারের কাছে যমুনা নদীতে মূর্তি বিসর্জন করতে গিয়েছিল । মূর্তিটি বিসর্জনের পর কোনো কারনে নদীর মাঝখানে আটকে যায় । তখন ওই ৬ জন নদীর জলে নেমে বিষয়টি দেখতে গিয়েছিল । কিন্তু তাদের মধ্যে একজন ফিরে আসতে সক্ষম হলেও বাকি ৫ জন স্রোতের টানে তলিয়ে যায় । পরে বিপর্যয় মোকাবিলা বাহিনী গিয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে । মৃতদেহগুলি সফদরজং হাসপাতালে পাঠানো হয়েছে ।।