এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ আগস্ট : দিপাবলী থেকে জিওর ৫-জি পরিষেবা চালু হবে । সোমবার গ্রুপের ৪৫ তম বার্ষিক সাধারণ সভায় একথা ঘোষণা করলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি । এছাড়া তিনি ফেসবুকের মেটা (Meta) এবং গুগুল (Google)-এর সাথে হাই-প্রোফাইল অংশীদারিত্ব এবং এয়ার ফাইবার পরিষেবাসহ একাধিক ঘোষণা করেছেন ।
মুকেশ আম্বানি এদিন জানিয়েছেন,দেশ জুড়ে ৫-জি পরিষেবা চালু করতে ২৫ বিলিয়ন ডলার বা ২ লক্ষ কোটি টাকা খরচ হবে । রোলআউটের প্রথম ধাপটি এই বছরের অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে । তবে প্রাথমিকভাবে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা সহ দেশের প্রধান শহরগুলিতে ৫-জি পরিষেবা পাওয়া যাবে বলে জিওর তরফ থেকে জানানো হয়েছে । গোটা দেশ জুড়ে পরিষেবা পাওয়া যাবে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে ।।