এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৯ আগস্ট : আমেরিকায় পৃথক দু’জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটল । রবিবার টেক্সাসের হিউস্টন ও মিশিগানের ডেট্রয়েটে পৃথক দুই বন্দুক হামলার ঘটনায় ৩ জন করে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর । হিউস্টনের ঘটনায় হামলাকারী বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন ।
হিউস্টনের পুলিশপ্রধান টরি ফিনার জানিয়েছে, বন্দুকধারী প্রথমে একাধিক বাড়িতে আগুন দেন।আগুন থেকে বাঁচতে বাসিন্দারা বাড়ির বাইরে বেরিয়ে এলে তিনজনকে সে গুলি করে হত্যা করে ।পরে পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে যায় । পুলিশ বন্দুকধারীকে গুলি করে হত্যা করার পর আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল বাহিনী ।
অন্যদিকে ডেট্রয়েটের এক বন্দুকধারী ৪ ব্যক্তির ওপর নির্বিচারে গুলি চালায় । তিনজন ঘটনাস্থলেই মারা যায় । একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । ডেট্রয়েটের পুলিশ বন্দুকধারীর সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে।ডেট্রয়েটের পুলিশপ্রধান জেমস হোয়াইট সংবাদমাধ্যমকে বলেন, গুলিবিদ্ধ প্রথম তিনজনের মধ্যে দুজন নারী, একজন পুরুষ । রবিবার সকালের দিকে শহরের পৃথক স্থানে তাঁদের একাধিক গুলি করা হয় । চতুর্থ গুলিবিদ্ধ নিজের গাড়িতে ছিলেন । তিনি গাড়ির জানালায় মুখ বাড়িয়ে হামলাকারীকে নিরস্ত্র করার চেষ্টা করেন । তখন হামলাকারীরা তাকে নিশানা করে এলোপাথাড়ি গুলি চালায় । বাকিদের মধ্যে একজন বাসের জন্য অপেক্ষা করছিলেন। একজন তাঁর কুকুর নিয়ে রাস্তায় হাঁটছিলেন। আরেকজন সড়কপথ দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি জানিয়েছেন,গুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একজন বেঁচে আছেন।
এদিকে সন্দেহভাজন বন্দুকধারীর ছবি প্রকাশ করেছে পুলিশ। তাঁকে দেখলে পুলিশে খবর দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে । এছাড়াও ওয়াশিংটন ডিসিতে আমেরিকার পেশাদার জাতীয় ফুটবল লিগের (এনএফএল) এক খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে ।
প্রসঙ্গত,বন্দুক সংস্কৃতি এবং জাতি বিদ্বেষ মিলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে । বারবার ঘটছে বন্দুক হামলার ঘটনা । প্রায়ই বহু নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে । তা সত্ত্বেও বন্দুক সংস্কৃতি বন্ধে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে কোনো আগ্রহই লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে ।।