“উপনিষদ যে শক্তি সঞ্চার করিতে সমর্থ,সেই শক্তি সমগ্র জগৎকে তেজস্বী করিতে পারে। উহার দ্বারা সমগ্র জগৎকে পুনরুজ্জীবিত, শক্তিমান ও বীর্যশালী করিতে পারা যায় । উহা সকল জাতির,সকল মতের, সকল সম্প্রদায়ের দুর্বল দুঃখী পদদলিতকে উচ্চরবে আহ্বান করিয়া নিজের পায়ের উপর দাঁড়াইয়া যুক্ত হইতে বলে । দৈহিক, মানসিক, আধ্যাত্মিক মুক্তি বা স্বাধীনতা—ইহাই উপনিষদের মূলমন্ত্র । জগতের মধ্যে ইহাই একমাত্র শাস্ত্র,যাহা পরিত্রাণের (salvation) কথা বলে না, মুক্তির কথা বলে। প্রকৃত বন্ধন হইতে মুক্ত হও, দুর্বলতা হইতে মুক্ত হও।”
উদ্বোধন কার্যালয় কলকাতা কর্তৃক প্রকাশিত “বেদান্ত কি ও কেন” পুস্তক হইতে সংগৃহীত ।