এইদিন ওয়েবডেস্ক,রাঁচী,২৮ আগস্ট : ঝাড়খণ্ডে লাভ জিহাদের শিকার হলেন দ্বাদশ শ্রেণীর এক ছাত্রী । পুলিশ জানিয়েছে,নিহতের নাম অঙ্কিতা কুমারী । তাঁর বাড়ি ঝাড়খণ্ডের দুমকা জেলার নগর থানা এলাকার জারুয়াডিহ এলাকায় । প্রতিবেশী যুবক শাহরুখ হুসেনের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ঘুমন্ত অবস্থায় খোলা জানালার বাইরে থেকে সে অঙ্কিতার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল বলে অভিযোগ । বুধবার ভোরে গুরুতর দগ্ধ অবস্থায় অঙ্কিতাকে ফুল ঝান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু তাঁর অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসারা তাঁকে রাঁচি রিমস(RIMS) হাসপাতালে স্থানান্তরিত করে দেয় । কিন্তু রবিবার ভোর রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । এদিকে ঘটনার দিনেই অভিযুক্ত যুবক শাহরুখ হুসেনকে গ্রেফতার করেছে পুলিশ । তার মৃত্যুদণ্ডের দাবি তুলেছেন নিহত তরুনীর পরিবারসহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও বিজেপি ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,অঙ্কিতা মৃত্যুকালীন জবানবন্দিতে পুলিশের কাছে জানিয়েছেন যে শাহরুখ তাদের প্রতিবেশী । প্রায় দিনই তাকে বন্ধুত্ব করার প্রস্তাব দিয়ে হেনস্থা করত । কথা না শুনলে তাঁকে ধমকাতো,এমনকি তাকে মেরে ফেলারও হুমকি দিত । অঙ্কিতার জামাইবাবু ভিকি জানিয়েছেন, হামলার আগে মঙ্গলবার সকালেই অঙ্কিতাকে ফোন করে খুনের হুমকি দিয়েছিল শাহরুখ । অঙ্কিতা তার বাবাকে বিষয়টি জানিয়েছিল । এরপর তাঁর বাবা জানিয়েছিলেন তিনি অভিযুক্ত শাহরুখের সঙ্গে কথা বলবেন । প্রয়োজনে থানায় অভিযোগও করা হবে । কিন্তু তার আগেই বুধবার ভোর চারটার দিকে খোলা জানালা থেকে পেট্রোল ছিটিয়ে অঙ্কিতাকে জীবন্ত পুড়িয়ে দেন শাহরুখ । এদিকে রিমস হাসপাতালে অঙ্কিতার মৃত্যুর পর শোকে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা । একইসঙ্গে ঘটনার জেরে গোটা দুমকা জেলায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে । প্রতিবাদ মিছিল ও বনধ ঘোষণা করেছে হিন্দু সংগঠনগুলো । শাহরুখকে ফাঁসিতে ঝোলানোর দাবি তুলছেন তাঁরা ।
বিজেপির যুব মোর্চার রাজ্য মুখপাত্র রিতেশ সিং বলেন,’হেমন্ত সরকার গঠনের পর থেকেই ঝাড়খণ্ডে লাভ জিহাদ ও ধর্মান্তরের ঘটনা বেড়েছে । লাভ জিহাদিদের মনোবল এতটাই বেড়ে গেছে যে তারা জোর করে হিন্দু মেয়েদের টার্গেট করছে । তাদের বাধ্য করা,না শুনলে প্রাণে মেরে ফেলছে । একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে ঝাড়খণ্ডে । কংগ্রেস এবং জেএমএম এই ধরনের ঘটনাগুলির প্রতি চোখ বন্ধ করে রেখেছে । ফলে জিহাদিরা তাদের নীরব সমর্থন পাচ্ছে ।’ তিনি বলেন, ‘অঙ্কিতাকে নৃশংসভাবে হত্যার ঘটনা মানবজাতির লজ্জা । শাহরুখকে অবিলম্বে ফাঁসিতে ঝোলানো উচিত যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় ।’।