এইদিন ওয়েবডেস্ক,মস্কো,২৮ আগস্ট : ইউক্রেন ছেড়ে রাশিয়ায় আসা লোকেদের মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়া হবে বলে ঘোষণা করা হল । এই বিষয়ে শনিবার একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । রাশিয়ার সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রি অনুযায়ী চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে যাঁরা ইউক্রেন ত্যাগ করে রাশিয়ায় আসতে বাধ্য হয়েছেন তাঁদের মাথা পিছু মাসিক ১০ হাজার রুবল করে পেনশন দেওয়ার কথা বলা হয়েছে । তালিকায় রয়েছে পেনশনভোগী, অন্তঃসত্ত্বা মহিলা ও প্রতিবন্ধী ব্যক্তিরাও ।
ডিক্রিতে বলা হয়েছে, ইউক্রেনের পাশাপাশি দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্রের নাগরিকদেরও এই আর্থিক সুবিধা দেওয়া হবে । স্বঘোষিত দোনেৎস্ক ও লুহানস্ক প্রজাতন্ত্র ইউক্রেনের দুটি বিচ্ছিন্ন অঞ্চল । গত ফেব্রুয়ারিতে এই দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া । এছাড়া মস্কো ইউক্রেনীয়দের রাশিয়ান পাসপোর্ট দিয়ে আসছে । যদিও রাশিয়ার এই সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন ও পশ্চিমিদেশগুলি । তারা ক্রেমলিনের বিরুদ্ধে ভূমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছে । প্রসঙ্গত,গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া । তখন থেকেই দু’দেশের মধ্যে যুদ্ধ চলছে ।।