এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৭ আগস্ট : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, বিশ্বের ৪৫ টি দেশের ৫ কোটির বেশি মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন । আর ওই সমস্ত দুর্ভিক্ষ প্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে আফগানিস্তান । তাঁর মতে আফগানিস্তানের প্রায় ২ কোটি ৪০ লক্ষ মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন । তাই ওই সমস্ত দরিদ্র মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন গুতেরেস ।
এদিকে আফগানিস্তানে নিরন্তর মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে ভারত । সহায়তা স্বরূপ গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান হয়ে আফগানিস্তানে ২,৫০০ টন গম পাঠিয়েছিল ভারত । এরপর ৩ মার্চ ২ হাজার টন গম, ৮ মার্চ ২ হাজার টন গম এবং জুন মাসে ৩ হাজার টন গম পাকিস্তান হয়ে আফগানিস্তানে পাঠায় ভারত । আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর, ভারত ও আফগানিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তবুও দেশটিতে নিরবিচ্ছিন্ন ভাবে মানবিক সাহায্য প্রদান অব্যাহত রেখেছে নয়াদিল্লি ।।