দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ আগস্ট : তৃণমূল কংগ্রেসের আন্দোলনের জেরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় হকার উচ্ছেদ অভিযান সাময়িক স্থগিত রাখলো রেলদপ্তর । তৃণমূল নেতৃত্ব এটাকে তাঁদের বড় সাফল্য হিসাবে দেখছেন । যদিও রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ার জয় চক্রবর্তী বলেন, ‘আন্দোলনকারীরা আরও কিছুদিন সময় চেয়েছেন । তাই এই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে ।’ এদিন রেলের সিনিওর সেকশন ইঞ্জিনিয়ারের সঙ্গে ছিলেন আরপিএফ ইন্সপেক্টর সুনীল কুমার সিং ।
জানা গেছে,বলগোনা রেলস্টেশন সংলগ্ন এলাকায় বলগোনা-মালডাঙ্গা সড়কপথের দু’পাশে রেলের জায়গায় শতাধিক দোকানপাট রয়েছে । দোকানঘরগুলি কোনোটি মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া । কোনো কোনোটি ইঁটের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি । ওই সমস্ত হকারদের উঠে যাওয়ার জন্য গত ৪ আগষ্ট রেলের তরফ থেকে নোটিশ করা হয়েছিল । উঠে যাওয়ার জন্য ৩ সপ্তাহের সময় দেওয়া হয়েছিল । এরপর হকারদের তরফ থেকে এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এবং হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য রেলের কাছে আবেদন জানানো হয় ।
জানা গেছে,নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এদিন হকার উচ্ছেদ অভিযানে আসে রেল কর্তৃপক্ষ । এদিকে আগে থেকেই খবর পেয়ে যায় তৃণমূল নেতৃত্ব । ‘হকার উচ্ছেদ প্রতিরোধ মঞ্চ’-এর ব্যানারে বলগোনা রেলস্টেশনের সামনে মঞ্চ বেধে অবস্থান বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস । উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, যুব তৃণমূলের রাজ্যকমিটির সাধারণ সম্পাদক শান্তনু কোঁয়ারসহ অনান্যরা । শেষে তৃণমূলের আন্দোলনের জেরে হকার উচ্ছেদ অভিযান আপাতত স্থগিত রেখে দেয় রেল ।
শান্তনু কোঁয়ার বলেন,’সাধারণ মানুষের আন্দোলনের জেরে পিছু হটতে বাধ্য হয়েছে রেল দপ্তর । এটা আমাদের নৈতিক জয় ।’ রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে রেলকে ব্যবহার করা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন । পাশাপাশি তিনি হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দাবি জানান ।।