শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২৬ আগস্ট : সমবায় সমিতি পরিচালন কমিটিতে আদিবাসী প্রতিনিধি রাখার দাবিতে আন্দোলনে নামলো আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল (Bharat Jakat Majhi Pargana Mahal) । শুক্রবার এই দাবিতে মেমারি দু’নম্বর ব্লকের শ্রীধরপুর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করা হয় । সমাবেশের শেষে সংগঠনের তরফ থেকে ৩ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সমবায় কর্তৃপক্ষের হাতে । বেশ কিছু আদিবাসী মহিলাকে এদিনের এদিনের সমাবেশে উপস্থিত থাকতে দেখা গেছে ।
সংগঠনের সাতগেছিয়া এক নম্বর পরগনার কর্মকর্তা দিলীপ বলেন, ‘এদিন সংগঠনের তরফ থেকে সমবায় কর্তৃপক্ষের কাছে মূলত ৩ টি দাবি রাখা হয়েছে । প্রথমত, সমবায় পরিচালিন কমিটিতে নুন্যতম একজন আদিবাসী প্রতিনিধিকে রাখতে হবে । দ্বিতীয়ত,সমবায়ে আদিবাসী সদস্য বা সদস্যাকে জায়গা দিতে হবে । তৃতীয়ত,আদিবাসী শিক্ষিত বেকার যুবক যুবতীদের সমবায়ে চাকরির ব্যবস্থা করতে হবে ।’ সমবায় কর্তৃপক্ষ দাবিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন বলে তিনি জানান ।।