এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৫ আগস্ট : আজ বৃহস্পতিবার তিনটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে । সেগুলি হল : ইডির এক্তিয়ার,পেগাসাস গুপ্তচর মামলা এবং বিলকিস বানো মামলা । তার মধ্যে পেগাসাস গুপ্তচরবৃত্তি মামলার শুনানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে । এর সাথে আজ সুপ্রিম কোর্ট প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) বিভিন্ন ধারা বজায় রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ পিটিশনের শুনানি করতে সম্মত হয়েছে ।
আজ হবে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমের পুনর্বিবেচনার আবেদনের শুনানি । সিজেআই এনভি রমন, বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এই বিষয়ে শুনানি করতে রাজি হয়েছেন। ক্ষমতা বহাল রাখার জন্য ২৭ জুলাই ইডি-র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কার্তি সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ।এর আগে, পিএমএলএ আইনে গ্রেফতার, তল্লাশি, সমন, বিবৃতি সহ ইডি-র সমস্ত ক্ষমতা বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট।
এদিন পেগাসাস গুপ্তচরবৃত্তি মামলার শুনানি হবে করবেন বিচারপতি রমনা, বিচারপতি সূর্যকান্ত ও হিমা কোহলির বেঞ্চে । ইজরায়েলের কাছ থেকে পেগাসাস স্পাইওয়্যার কিনে তা ভারতীয় রাজনীতিবিদ, সাংবাদিক এবং সামাজিক কর্মীদের উপর গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ । এ বিষয়ে গত মে মাসে তদন্তকারী কারিগরি কমিটিকে ৪ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট ।
অন্যদিকে এদিন বিলকিস বানো গনধর্ষন মামলায় আসামিদের মুক্তির বিরুদ্ধে দায়ের করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে । বিলকিস বানোকে গণধর্ষণ এবং তার পরিবারের ৭ সদস্যকে হত্যার অভিযোগে ১৫ বছরের জন্য কারাগারে ছিলেন ১১ জন অভিযুক্ত । গুজরাট সরকার রাজ্যে প্রয়োগ করা অব্যাহতি নীতি অনুসারে ১৫ আগস্ট দোষীদের মুক্তি দেয় । সমাজকর্মী সুভাষিনী আলি, রোকপি ভার্মা এবং সাংবাদিক রেবতী লাল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে পিটিশন দাখিল করে । সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি অজয় রাস্তোগি এবং বিক্রম নাথের বেঞ্চে তার শুনানি হতে চলেছে আজ ।।