“ভগবানকে কে বাঁধতে পেরেছে বল না । তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে ত যশোদা তাঁকে বাঁধতে পেরেছিল । গোপ-গোপীরা তাঁকে পেয়েছিল । বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় ৷ একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পূনর্জন্ম হয় । তাই ত মঠে এত জিনিস আসে। বাসনাটি সূক্ষ্ম বীজ— যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় । তেমনই বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে। একেবারে বাসনাশূন্য হয় দু-একটি। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের সুকৃতি থাকলে চৈতন্য একেবারে হারায় না ।”
শ্রীশ্রীমায়ের কথা-দ্বিতীয়, ভাগ। পৃষ্ঠা-৩৭