এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : বুধবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বলগোনা বাজারে এক বিক্ষোভ সমাবেশে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন স্থানীয় সিপিএম নেতৃত্ব । ভাতারের সিপিএম নেতা তথা ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখার সময় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে বলেন,’এরা দু’কান কাটা । রাজ্যের মানুষ জেনে গেছে এরা চোর । আর চোরের মাথা কালিঘাট । তাই তো শ্লোগান উঠেছে কালিঘাটের টালির চালা চোরেদের কর্মশালা । তবে এরা পশ্চিমবঙ্গের মানুষের মুখ বন্ধ করতে পারবে না ।’ তিনি দাবি করেন, ‘পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের খবর টিভি বা খবরের কাগজে দেয় না,হাজার হাজার মানুষ আইন অমান্য করেছে । পুলিশের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে জল কামান,টিয়ার গ্যাস,লাঠি চার্জকে উপেক্ষা করে শয়ে শয়ে মানুষ রক্তাক্ত হয়েও দূর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছে । বর্ধমান শহরেও হাজার হাজার বেকার যুবক প্রতিবাদে সামিল হয়েছিলেন ।’
সিপিএম নেতার বক্তব্য শুনুন :
দূর্নীতি,দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি একাধিক ইস্যুতে এদিন বিকেলে সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির উদ্যোগে বলগোনা বাজারে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করা হয় । এই কর্মসূচিতে সুভাষ মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক মিজানুর রহমান, ও এরিয়া কমিটির সদস্য হরিহর চৌধুরী, কবিরুল ইসলাম, জামাল হোসেন প্রমুখ । এদিন সিপিএমের শতাধিক কর্মী ও সমর্থককে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যায় ।।