শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৪ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বেপরোয়া গতির ট্রাক্টরে মৃত্যু হল এক ব্যক্তির । আহত আরও এক । বুধবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে বামুনিয়া-মঙ্গলপুর সড়ক পথে । পুলিশ জানিয়েছে নিহতের নাম লবা হাঁসদা । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার ধামাচিয়া গ্রামে । একই গ্রামে বাড়ি আহত কানন মান্ডির । যদিও তাঁর আঘাত গুরুতর নয় । তাঁকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,ধামাচিয়া গ্রামের বাসিন্দা হাঁসদা ও কানন মান্ডি খেতমজুরের কাজ করেন । এদিন সকালে দু’জনে গ্রামেরই এক চাষির জমিতে ধান রোয়ানোর কাজে গিয়েছিলেন । কাজ শেষে দুপুর সাড়ে বারোটা নাগাদ সড়ক পথের ধারে দাঁড়িয়ে তাঁরা মুড়ি খাচ্ছিলেন । সেই সময় বামুনিয়া বাজার দিক থেকে মঙ্গলপুর গামী একটি বেপরোয়া গতির ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই দুই ব্যক্তিকে ধাক্কা দেয় । কানন মান্ডি ছিটকে পড়লেও ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যান লবা হাঁসদা । স্থানীয় বাসিন্দারা দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু লবাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ লবা হাঁসদার হতদরিদ্র পরিবার ।।