এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৪ আগস্ট : বাংলাদেশের হিন্দুদের উপর বিরামহীন সন্ত্রাস চলছে । প্রতিদিনই ইসলামি মৌলবাদীদের শিকার হচ্ছে সেদেশের হিন্দুরা । বিগত কয়েক মাস ধরেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটে যাচ্ছে । কিন্তু ঘটনাগুলি আড়াল করার উদ্দেশ্যে বাংলাদেশের মিডিয়াগুলি পরিকল্পিতভাবে ওই সমস্ত ঘটনাগুলি চেপে যাচ্ছে । তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই সমস্ত ঘটনাগুলি প্রকাশ করে দিচ্ছে হিন্দুত্বপন্থী কিছু সংগঠন ।
জানা গেছে,বিগত ৪-৫ দিন ধরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের উপর হামলা প্রবল আকার ধারন করেছে । সোমবার রাতে (২২ আগস্ট ২০২২) কিশোরগঞ্জের (Kishoreganj) ভৈরব (Bhairav) অঞ্চলের চণ্ডিবের(Chandib) গ্রামে হিন্দুদের ৮ টি বাড়ি ও দোকানে চড়াও হয়ে লুটপাট,ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় জিহাদিরা । জানা গেছে,ওই দিন দুটি গোষ্ঠীর সংঘর্ষ চলছিল । আর তখন জিহাদিদের যত রোষ গিয়ে পড়ে হিন্দু পরিবারগুলির উপর । সংঘর্ষের মাঝেই দল বেধে বাড়ি বাড়ি চড়াও হয়ে তান্ডব চালায় দুষ্কৃতী দল । পরে পুলিশ, র্যাব এবং আওয়ামী লিগের নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে । এখন সর্বস্ত হারিয়ে কার্যত পথে বসেছে ওই পরিবারগুলি ।
এর আগে তুচ্ছ বিবাদের জেরে বাংলাদেশের সাতক্ষীরার (Satkhira) শ্যামনগরে ( Shyamnagar) নরেন্দ্রনাথ মুন্ডা( Narendranath Munda) নামে এক আদিবাসী হিন্দু বৃদ্ধকে নৃশংসভাবে খুন করে জিহাদিরা । এরপর গত ২১ আগস্ট রবিউল ইসলাম নামে এক জিহাদি বগুড়ার (Bogra) শিবগঞ্জ (Shibganj) এলাকায় দুটি মন্দিরে হামলা চালিয়ে দেবদেবীর মূর্তিতে ভাঙচুর করে । যদিও শিবগঞ্জ থানার পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে বলে জানা গেছে । এর আগে সীমানা প্রাচীর নিয়ে বিবাদের জেরে বাংলাদেশের রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি টাউন কলোনীর বাসিন্দা সুভাষ দাস ও মনি দাস নামে এক হিন্দু দম্পতির উপর অমানবিক অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে প্রতিবেশী মুসলিম পরিবার ও তাদের দলবলের বিরুদ্ধে । ওইদিন রাত সাড়ে ৮টার দিকে দম্পতির উপর চড়াও হয়ে তারা ব্যাপক মারধর করে । তারপর দম্পতির হাত-পা বেঁধে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় ।
প্রসঙ্গত,বাংলাদেশের সাধারণ নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হতে চলেছে । সেই কারনে সংখ্যাগুরু মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখতে বাংলাদেশের মৌলবাদী দল বিএনপি এবং জামাত-এ-ইসলামি ছাড়াও আওয়ামী লীগের কট্টরপন্থী কিছু নেতার নেতৃত্বে সংখ্যালঘু হিন্দুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে বলে দাবি এক শ্রেণীর মানুষের । ভোট যত এগিয়ে আসবে এই হামলার ঘটনাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তাঁদের আশঙ্কা ।।