এইদিন ওয়েবডেস্ক,২৪ আগস্ট : পৃথিবীর বাইরের জগৎ নিয়ে মানুষের বরাবরের আগ্রহ । বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা এনিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন ৷ তাদের মধ্যে অন্যতম হল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) । বহুদিন ধরেই এই সংস্থাটি আকাশগঙ্গা ও তার বাইরের ছায়াপথের গ্রহ নক্ষত্র নিয়ে গবেষণা চালাচ্ছে । ২০০৩ সাল থেকে পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে থাকা ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের শব্দ নিয়ে গবেষণা করছেন নাসার মহাকাশ বিজ্ঞানীরা । তাঁরা কৃষ্ণগহ্বর থেকে নির্গত শব্দ রেকর্ড করতেও সক্ষম হয়েছেন । এবার সেই হাড় হিম করা শব্দ প্রকাশ্যে নিয়ে এল নাসা ।
সোমবার নাসা এক্সোপ্ল্যানেটের এক টুইটে বলা হয়েছে, ‘নাসার টিম আমাদের সৌরজগতের বাইরের গ্রহ এবং জীবন সম্পর্কে অনুসন্ধান চালাচ্ছে। আমরা নাসার সমস্ত মিশনের প্রতিনিধিত্ব করি, যারা নতুন বিশ্বের সন্ধান করছে।’
টুইটের সঙ্গে জুড়ে দেওয়া একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়,’মহাকাশে কোন শব্দ নেই এমন ভুল ধারণার উৎপত্তি কারণ বেশিরভাগ স্থান শূন্য । যা শব্দ তরঙ্গের ভ্রমণের জন্য উপযোগী নয় । একটি গ্যালাক্সি ক্লাস্টারে এত বেশি গ্যাস রয়েছে যে আমরা প্রকৃত শব্দ তুলে নিতে সক্ষম হয়েছি ।’
পার্সিয়াসের জ্যোতির্বিজ্ঞানীরা শব্দ তরঙ্গগুলো রেকর্ড করে প্রথমবারের মতো শ্রবণযোগ্য করে তুলেছে। শব্দ তরঙ্গগুলো কৃষ্ণগহ্বরের কেন্দ্র থেকে বাইরের দিকে বের হচ্ছিল।
শুনুন সেই ভয়ঙ্কর শব্দ :
নাসা আরও জানিয়েছে, গ্যালাক্সি ক্লাস্টারে জমা হওয়া গ্যাস থেকে যে শব্দতরঙ্গ সৃষ্টি হয়েছে, এখানে সেটিকে অ্যামপ্লিফাই বা বিবর্ধিত করা হয়েছে। এর মাধ্যমে কৃষ্ণগহ্বরের সেই শব্দকে শ্রবণযোগ্য করে তোলা সম্ভব হয়েছে । এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে । ইতোমধ্যে ১৪ মিলিয়নবার দেখা হয়েছে ।।