এইদিন ওয়েবডেস্ক,জিয়াংজি,২৪ আগস্ট : ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে চীনের জিয়াংজি প্রদেশের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ ‘পোয়াং’ । এজন্য গ্লোবাল ওয়ার্মিংকেই দায়ি করেছে চীনা বিশেষজ্ঞরা । তাঁদের দাবি গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে তাপমাত্রার রেকর্ড বৃদ্ধি হয়েছে । ফি বছর সৃষ্টি হচ্ছে খরা পরিস্থিতি । আর তার প্রভাব পড়ছে হ্রদ ও নদীরগুলির উপর । আর খরার কারনে ৩৫০০ বর্গ কিলোমিটার আয়তনের ‘পোয়াং’ হ্রদের জল চলতি মাসে নেমে এসেছে মাত্র ৭৩৭ বর্গকিলোমিটারে । হৃদের প্রায় ২৫ শতাংশের জল শুকিয়ে গেছে । বিমান থেকে তোলা ভিডিওতে ধরা পড়েছে হ্রদের বর্তমান চিত্র । ১৯৫১ সালের পর কখনও এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । এর থেকে আরও অবনতি হবে বলে আশঙ্কা করছে জিয়াংজি প্রদেশের প্রশাসন ।
এদিকে হ্রদের জিল শুকিয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে গেছে হ্রদটির উপর নির্ভরশীল স্থানীয় কৃষকরা । জিয়াংজি প্রদেশ চীনের শস্য উৎপাদনকারী প্রদেশগুলির মধ্যে অন্যতম । আর সেচের জন্য তাদের প্রধান উৎস পোয়াং লেকের জল । কিন্তু সাম্প্রতিক কালে চীনের অনেক এলাকায় তীব্র দাবদাহ চলছে । ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । যার জেরে ‘পোয়াং’ হ্রদের জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে । বর্তমানে হ্রদের জলের স্তর এখন তলানিতে । ফলে কৃষি জমিতে সেচের জন্য কূপ খননের কথা ভাবছেন কৃষকরা ।।