এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,২৩ আগস্ট : রাশিয়া পুরোদমে যুদ্ধ শুরুর পর থেকে এযাবৎ ৯,০০০ ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে বলে জানালেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফ ভ্যালেরি জালুঝনি(Valery Zaluzhny) । সোমবার ডিফেন্ডারস রোলকল ফোরামে (Defenders.RollCall forum) এই তথ্য দিয়ে জালুঝনি বলেন, ‘এই যুদ্ধে শুধুমাত্র সামরিক কর্মী এবং অস্ত্রধারী লোকেরাই নয়,বরঞ্চ দেশের হয়ে অস্ত্র ধরা সাধারণ নাগরিকও ওই ৯০০০ জন শহীদের তালিকায় রয়েছেন ।’
চলতি মাসের শুরুতে ইউক্রেনের রাষ্ট্রপতি কার্যালয়ের প্রধানের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক (Mykhailo Podolyak) জানিয়েছিলেন, ইউক্রেনের সেনা মৃত্যুর দৈনিক হার জুনের শুরুর তুলনায় তিনগুণ কমেছে । এখন ইউক্রেন প্রতিদিন প্রায় ৩০-৫০ সৈন্য হারাচ্ছে, জুনের শুরুতে এই সংখ্যা ছিল ১০০-১২০ জন । উল্লেখ্য, চলতি বছরের ২৪ শে ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে রাশিয়া । এই যুদ্ধে দু’দেশের বহু সেনার প্রাণহানী হয়েছে । বহু সম্পদ নষ্ট হয়েছে । এখনো চলছে এই যুদ্ধ ।।